Published : Nov 27, 2020, 10:40 PM ISTUpdated : Nov 27, 2020, 10:43 PM IST
'নমস্কার! আমি বব বিশ্বাস। এক মিনিট. . .' এর পরই সব শেষে। নিপাট ভদ্রলোক যাকে বলে তেমনই দেখতে বব বিশ্বাসকে। প্রথম দেখাতে কেউ দুঃস্বপ্নেও চিন্তা করবে না যে সে চুরি করতে পারে, মানুষ খুন তো দূরের বিষয়। তবে এই শান্ত স্বভাব নিয়ে একের পর এক খুন করে গিয়েছে ঠান্ডা মাথায়। ইংরেজিতে এই ধরণের মানুষের ব্যবহারকে বলা হয় ক্রিপি। ক্রিপিই বটে। বব বিশ্বাসের আসল রূপ দেখলেই কেমন যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। গুন্ডাদের মত চেহারা নয় অথচ তাদের চেয়ে চুপচাপ সাংঘাতির অপরাধ করে বেরিয়ে আসার ক্ষমতা রাখে সে।