বড় জয় কঙ্গনা রানাউতের। গত সেপ্টেম্বর মাসেমুম্বইয়ে পা রাখতে না রাখতে তার স্বপ্নের প্রোডাকশন হাউস 'মণিকর্ণিকা ফিল্মস' দফতরে ভাঙচুর চালায় বিএমসি।
26
বেআইনি নির্মানের কারণেই মুম্বইয়ের পালি হিলে কঙ্গনার প্রোডাকশন হাউসের বাইরে নোটিস ঝুলিয়ে দেয় বিএমসি। আগামী ২৪ ঘন্টার মধ্যেই তার জবাব দিতে বলা হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু বুধবার সকাল পর্যন্ত কোনও উত্তর না পৌঁছতেই দুপুরবেলা বুলডোজার, জেসিবি মেশিন, ক্রেন দিয়ে ভাঙা চালু শুরু করেছিল বিএমসি।
এবার ৪৮ কোটির প্রোডাকশন হাউস ভাঙার ক্ষতিপূরণ দিতে হবে এবার বিএমসি-কে, সাফ জানিয়ে দিল বম্বে হাইকোর্ট।
56
আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কঙ্গনার অফিস বাড়ি ভেঙে মোট কত কোটি টাকার সম্পত্তি ধ্বংস করেছে বিএমসি তা হিসাবের জন্য একজন মূল্যনির্ধারক নিয়োগ করা হবে আদালতের পক্ষ থেকে।
66
রিপোর্ট আদালতে জমা পড়লেই কোর্ট বিএমসি-কে ক্ষতিপূরণের নির্দেশ দেবে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।