সম্প্রতি অভিষেক বচ্চনের আপকামিং ছবি' দ্য বিগ বুল'-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির ট্রেলার দেখেই এক নেটিজেন কমেন্টে জানিয়েছেন, 'তুমি কোনও কাজের নয় বন্ধু। তবে তোমার একটি জিনিস দেখে হিংসে হয়। তুমি ভাগ্যবান যে তোমার এত সুন্দর স্ত্রী রয়েছে, যেটা আপনার পাওয়ার কথা নয়'।