Published : Nov 21, 2020, 11:47 AM ISTUpdated : Nov 21, 2020, 11:50 AM IST
অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা। জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কাকে নিয়েই। এবার দিন গোনার পালা। আর কয়েকদিন পরেই বিরুষ্কার জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এই সময়টাতে স্ত্রীর সঙ্গে দূরে থাকতে নারাজ বিরাট। স্ত্রী অনুষ্কার সঙ্গে সময় কাটাতে একের পর এক ছবি শেয়ার করছেন পাওয়ার কাপল বিরুষ্কা। সময় যত এগোচ্ছে ততই যেন ঠিকরে বেরোচ্ছে প্রেগনেন্সি গ্লো। সম্প্রতি চায়ে টাইম আড্ডায় ক্যান্ডিড পোজে নজর কেড়েছেন সুপারকিউট 'মম টু বি'।
শীঘ্রই মা হতে চলেছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। অন্তঃসত্ত্বা কালীন একের পর এক খুনসুটির মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন বিরুষ্কা।
210
স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ায় কোনওভাবেই তাকে একা রাখতে রাজি নন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেই কারণেই আইপিএল- চলাকালীন দুবাইতেই একসঙ্গে ছিলেন বলিউডের এই পাওয়ার কাপল।
অনুষ্কার ছবিটি তুলে দিয়েছেন অভিনেত্রীর বাবা। ছবিটি শেয়ার করে অনুষ্কা জানিয়েছেন, ছবিটি তার বাবা তুলে দিয়েছেন। কিন্তু বলেছিলেন তার ছায়াটি যেন ক্রপ করে কেটে বাদ দেওয়া হয়। তাহলেই ছবিটি পারফেক্ট হবে।
910
অনুষ্কা মোটেই তার বাবার কথা শোননেনি। বরং বাবার ছায়াই যেন ছবির সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে।
1010
কিছুদিন আগেই সূর্যাস্তের সময় সৌকতে ঘনিষ্ঠ আলিঙ্গনে দেখা গিয়েছে বিরাট-অনুষ্কাকে। এবার নয়া রূপে ভক্তদের মুগ্ধ করেছেন অনুষ্কা শর্মা।