অবশেষে বিয়ের পিঁড়িতে বাহুবলীর দেবসেনা , চিনে নিন পাত্র কে

দীর্ঘদিন ধরেই জল্পনা চলেই আসছে। কার সঙ্গে গাটছড়া বাঁধতে চলছেন অনুষ্কা  শেঠি এই নিয়ে জোর শোরগোল চলছে। বি-টাউন থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রির সকলের মুখেই একই কথা। ২০২০-র আসন্ন বিয়েগুলির তালিকায় নাকি থাকতে চলেছেন অনুষ্কা। সূত্র থেকে জানা গিয়েছিল,  ক্রিকেট দলের এক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু সমস্ত জল্পনাকে পিছনে ফেলে প্রকাশ্যে এসেছে সত্য। যা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। জেনে নিন কে সেই পাত্র?

Riya Das | Published : Mar 5, 2020 3:41 AM IST
110
অবশেষে বিয়ের পিঁড়িতে বাহুবলীর দেবসেনা , চিনে নিন পাত্র কে
সূত্র থেকে জানা গেছে, জাজমেন্টাল হ্যায় কেয়া-র পরিচালক প্রকাশ কোভেলামুদির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা।
210
বেশ কিছুদিন ধরেই প্রকাশ-এর সঙ্গে ডেট করছেন অভিনেত্রী।
310
ইতিমধ্যেই দুজনের মধ্যে বেড়ে উঠেছে ঘনিষ্ঠতা। ২০২০-তেই প্রকাশের সঙ্গে গাটছড়া বাঁধতে চলেছেন বাহুবলীর দেবসেনা।
410
২০১৫ সালে কমেডি সিনেমা 'সাইজ জিরো'-তে অনুষ্কার সঙ্গে কাজ কছিলেন প্রকাশ।
510
তবে প্রকাশের দ্বিতীয় বিবাহ হতে চলেছে এটি। এর আগে বি-টাউনের জনপ্রিয় ক্রিপ্ট রাইটার কণিকা ধিলনের সঙ্গে গাটছড়া বাঁধেন প্রকাশ কোভেলামুদি।
610
রেজিস্ট্রি মতে সেই বিয়ে হলেও বেশিদিন টেকেনি। কণিকার সঙ্গে বিচ্ছেদের পরই অনুষ্কার সঙ্গে সম্পর্কে জড়ান প্রকাশ।
710
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই পরিচিতি রয়েছে অনুষ্কার।
810
বাহুবলী স্টার প্রভাসের সঙ্গে বহুবার নাম জড়িয়েছিল অনুষ্কার। এমনও শোনা গিয়েছিল প্রভাসকেই নাকি ডেট করছেন অভিনেত্রী।
910
অনুষ্কা আরও জানান তার বিয়ের সিদ্ধান্ত নিজের বাবা মায়ের উপরেই ছেড়ে দিয়েছেন। পুরো বিষয়টাই একটা গুজব বলে দাবি করেছেন অভিনেত্রী।
1010
আপাতত 'নিশব্দম' ছবি নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।তার বিপরীতে দেখা যাবে অভিনেতা আর মাধবনকে। একজন মূক শিল্পীর ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে। চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি। ছবির ফাকেই ডেটিং সেড়ে নিচ্ছেন অভিনেত্রী।
Share this Photo Gallery
click me!

Latest Videos