হোলির রঙই এই ছবিগুলোর পরিচয়, রইল বলিউডের সেরা দশ গানের খোঁজ

Published : Mar 04, 2020, 05:55 PM IST

প্রতিটি ছবিরই কিছু না কিছু বিশেষত্ব থাকে। কখনও পরিচিতি পায় ছবির গল্প, কখনও আবার ছবির গান। হাতে মাত্র কয়েকটা দিন। তারপরই হোলির সেলিব্রেশন। সেই অনুষ্ঠানেরই প্রাণ কেন্দ্র হয়ে উঠতে পারে বলিউডের বেশ কিছু গান। যে ছবি গুলোর পরিচয়ই হয়ে উঠেছিল এই হোলি সেলিব্রেশনের গানগুলি। 

PREV
110
হোলির রঙই এই ছবিগুলোর পরিচয়, রইল বলিউডের সেরা দশ গানের খোঁজ
লাহু মু লগ গয়াঃ রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি রামলীলাতে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিল এই গানটি।
210
জয় জয় শিবশঙ্করঃ হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ছবি ওয়ার-এর গান। অনবদ্য নেচে সকলের মন জয় করেছিলেন দুই তারকা।
310
আজ না ছোরেঙ্গেঃ কাটি পতঙ্গ ছবির গান এটি। রাজেশ খান্না অভিনীত ছবির এই গান দোলে বেশ জনপ্রিয়।
410
হোলিকে দিনঃ শোলে ছবির বিখ্যাত এই গান আজও দোল উৎসবের প্রাণ।
510
হোলি খেলে রাঘুবীরাঃ বাগবান ছবির এই গানও যথেষ্ট জনপ্রিয়। ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনি।
610
বলম পিচকারিঃ ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবির গান বলম পিচকারি। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবির সর্বাধিক জনপ্রিয় এই গান।
710
হোলি ম্যায় রঙ গিলেঃ ২০২০-র হোলি মাতাতে মুক্তি পেল এবার এই গান। রয়েছেন মৌনি রায়।
810
রঙ বরষেঃ সিনসিলা ছবির গান এটি। দোলের অনুষ্ঠানে এই গান এক কথায় নতুন প্রাণ।
910
সোরি সোরি আঁখিয় বালিঃ মহবতে ছবির গান সোরি সোরি আঁখিওয়ালি। হোলির উৎসবে রঙ ঢালতে এই গান বেশ জনপ্রিয়।
1010
লেটস প্লে হোলিঃ অক্ষয় কুমার ও প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ছবির পার্টি মুডের গান।
click me!

Recommended Stories