দ্বিতীয়বার মা হওয়ার পর উপচে পড়ছে করিনার যৌবনের উষ্ণতা, বাহারি টুপি-সানগ্লাসে গর্জিয়াস 'বেবো'

Published : Mar 02, 2021, 10:55 AM IST

গত রবিবারই মা হয়েছেন বলিউডের মোস্ট গর্জিয়াস করিনা কাপুর। ফের দ্বিতীয়বারও ফুটফটে পুত্র সন্তানের মা হলেন করিনা কাপুর। এখন ৩ থেকে ৪  সইফিনা। সন্তান জন্ম দেওয়ার মাত্র কয়েকদিনের মাথাতেই প্রথমবার প্রকাশ্যে এলেন নবাব পরিবারের পুত্রবধূ করিনা কাপুর খান। গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে, বাহারি টুপি-সানগ্লাসে নো মেক আপ লুকে উপচে পড়ছে যৌবনের উষ্ণতা। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালাচ্ছেন বলিউডের মোস্ট গর্জিয়াস করিনা কাপুর খান।

PREV
19
দ্বিতীয়বার মা হওয়ার পর উপচে পড়ছে করিনার যৌবনের উষ্ণতা, বাহারি টুপি-সানগ্লাসে গর্জিয়াস 'বেবো'

 ফের দ্বিতীয়বারও ফুটফটে পুত্র সন্তানের মা হলেন করিনা কাপুর। বলিউডের অন্যতম পাওয়ার কাপল সইফিনা এখন লাইমলাইটে।   

29

 সন্তান জন্ম দেওয়ার ৯ দিনের মাথাতেই প্রথমবার প্রকাশ্যে এলেন বলিউডের সেক্সি মাম্মা করিনা কাপুর খান।

39

 সন্তান জন্ম দেওয়ার ৯ দিনের মাথাতেই প্রথমবার প্রকাশ্যে এলেন বলিউডের সেক্সি মাম্মা করিনা কাপুর খান।

49

গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে, মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালাচ্ছেন বলিউডের মোস্ট গর্জিয়াস করিনা কাপুর খান।
 

59


বাহারি টুপি-সানগ্লাসে নো মেক আপ লুকে উপচে পড়ছে যৌবনের উষ্ণতা।  চল্লিশের করিনা যেন সদ্যই যৌবনো পা দেওয়া তরুণ তুর্কি।

69


গ্ল্যামার কুইনের রূপে মুগ্ধ হয়েছে সাইবারবাসী। নো মেক আপ লুকে মুহূর্তে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

79


গতকালই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দ্বিতীয়বার মা হওয়ার পর প্রথম সেলফি পোস্ট করেন করিনা। যা নিমেষে ভাইরাল হয়েছে।
 

89

নীল রঙের পোশাক, কালো সানগ্লাস এবং বেতের টুপিতে রোদমাখা ক্লিকে গ্ল্যামার যেন চুঁইয়ে পড়ছে। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, সবাইকে মিস করছি। তবে সেই তালিকায় কার রয়েছেন, তা স্পষ্ট জানাননি অভিনেত্রী।

99


সম্ভবত নিজের নতুন বাংলোর ছাদে বসেই রোদ পোহাচ্ছেন অভিনেত্রী। কিছুদিন আগেও বাড়ির ব্যালকনিতে দেখা মিলেছিল তৈমুরের।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories