Shweta Tiwari Controversy: 'ব্রা-র সাইজ মাপেন ভগবান', অশ্লীল মন্তব্যে বিতর্কে জড়িয়ে ক্ষমা চাইলেন শ্বেতা

বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। এই বয়সে ফিটনেসে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের টেক্কা দিতে প্রস্তুত শ্বেতা তিওয়ারি।   ফ্ল্যাট অ্যাবস, টোনড ফিগারে অভিনেত্রীর ফিটনেস দেখে মুগ্ধ নেটিজেনরা। এবার বড়সড় বিপাকে  জড়ালেন শ্বেতা তিওয়ারি। বিষয়টি এতদূর গড়িয়েছে যে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশকে। অবশেষে বিতর্ক জেরে ক্ষমা চাইলেন শ্বেতা তিওয়ারি। 
 

Riya Das | Published : Jan 29, 2022 4:15 AM IST
19
Shweta Tiwari Controversy: 'ব্রা-র সাইজ মাপেন ভগবান', অশ্লীল মন্তব্যে বিতর্কে জড়িয়ে ক্ষমা চাইলেন শ্বেতা

হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি যিনি কিনিবালাজি প্রোডাকশনের 'কসৌটি জিন্দেগি কি'  টেলি সিরিয়ালের প্রেরণা নামেই পরিচিত। সম্প্রতি হট ফোটোশ্যুটে অভিনেত্রীকে দেখে রীতিমতো ভিড়মি খেয়েছেন নেটিজেনরা (Shweta Tiwari )।

29


বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। এই বয়সে ফিটনেসে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের টেক্কা দিতে প্রস্তুত শ্বেতা  (Shweta Tiwari ) । সম্প্রতি  ফ্ল্যাট অ্যাবস, টোনড ফিগারে অভিনেত্রীর ফিটনেস দেখে মুগ্ধ নেটিজেনরা।
 

39


বৃহস্পতিবার থেকে বড়সড় বিপাকে  জড়ালেন শ্বেতা তিওয়ারি  (Shweta Tiwari ) । বিষয়টি এতদূর গড়িয়েছে যে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশকে। অবশেষে বিতর্ক জেরে ক্ষমা চাইলেন শ্বেতা তিওয়ারি। 

49


কী এমন করলেন শ্বেতা  (Shweta Tiwari )। ঘটনার সূত্রপাত অভিনেত্রীর করা এক মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি ভোপালে নিজের নয়া ওয়েব শো 'শো স্টপার' -এর প্রচারের জন্য হাজির হয়েছিলেন শ্বেতা। ফ্যাশনের দুনিয়ায় হাল হকিকত নিয়ে এই শো।

59

ওয়েব শো 'শো স্টপার' -এর প্রচারে এসেই  শ্বেতা  (Shweta Tiwari ) বলেন ভগবানও নাকি তার ব্রায়ের সাইজ মাপেন। এই মন্তব্য করতেই নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়।   এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র । ভোপালে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছি গোটা ঘটনা তদন্ত করার।

69

বিতর্ক এতটাই গড়িয়েছে যে শেষমেষ ব্রা ও ভগবান মন্তব্যে ক্ষমা চাইলেম শ্বেতা  (Shweta Tiwari ) । পাশাপাশি এও জানালেন, তার কথার ভুল ব্যাখা করা হয়েছে। তবে তার কথা অপব্যাখাই নয়, সেইসঙ্গে বিকৃতও করা হয়েছে।

79

বলি অভিনেত্রী  (Shweta Tiwari ) জানিয়েছেন, আমার ওই ভগবান মন্তব্যটি সহ অভিনেতা সৌরভ রাজ জৈনের উদ্দেশ্যেই ছিল। তার অভিনীত একটা চরিত্রের কথাই এখানে বলা হয়েছে। কিন্তু ভীষণ খারাপ লাগছে আমার মন্তব্যের এভাবে অপব্যবহার করা হল। 

89

শ্বেতা  (Shweta Tiwari )আরও জানিয়েছেন, যে তিনি একজন ঈশ্বরে বিশ্বাসী মানুষ। সুতরাং ইচ্ছাকৃতভাবে কারোর ধর্ম বিশ্বাসে আঘাত করার জন্য তিনি এই মন্তব্য করেননি। এটা অত্যন্ত দুভার্গ্যজনক। তবে তার এই মন্তব্যে যখন বহু মানুষের খারাপ লেগেছে তাই তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

99

এই প্রথম ডিডিটাল দুনিয়ায় পা রেখেছেন শ্বেতা। লাস্যময়ী ভঙ্গিমায় শরীরী হিল্লোলে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। ট্রেলারেই শ্বেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে অক্ষয় ওবেরয়কে। ট্রেলার সাহসী চরিত্রে দেখা গিয়েছে শ্বেতাকে (Shweta Tiwari )।একাধিক চুম্বন দৃশ্য থেকে বিছানায় অন্তরঙ্গতায় ধরা দিলেন শ্বেতা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos