রণবীরের নামের সিঁদুর মুছে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলড আলিয়া, নিন্দার ঝড় উঠল নেটদুনিয়ায়

রণবীর ও আলিয়ার রাজকীয় বিয়ের রেশ এখনও তুঙ্গে। তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়। তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। মাত্র ৫ দিনের ঝটিকা সফরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রালিয়া জুটি। বিয়ের ছুটি শেষ হতেই যেন আদাজল খেয়ে যে যার কাজে লেগে পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত সোমবারই সদ্য বিবাহিত রণবীর কাপুরকে দেখা গেছে টি-সিরিজের অফিসের বাইরে। সাদা টি-শার্টের উপর চাপানো চেকড শার্ট,কার্গো প্যান্ট, মুখে মাস্ক পরেই পাপারাৎজিদের ক্যামেরায় হাসি মুখে পোজ দিলেন রণবীর কাপুর। মুহূর্তের মধ্যে ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আলিয়াও ব্যস্ত নিজের কাজে। ঠিক তার পরেরদিন মঙ্গলবার রণবীর ঘরনি আলিয়াকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে। গোলাপি রঙের সালোয়ার কামিজে নববধূকে দেখে মুগ্ধ ভক্তরা। তবে কাপুর ঘরনি এমন সাজপোশাক মোটেই ভাল চোখে দেখেননি সাইবারবাসী। হাতে স্পষ্ট বিয়ের মেহেন্দি, এর মধ্যেই সিঁথিতে নেই সিঁদুর, হাতে নেই লাল চূড়া। নতুন বউ আলিয়ার এহেন সাজ দেখেই চরম নিন্দার মুখে পড়লেন কাপুর পরিবারের বউমা।
 

Riya Das | Published : Apr 20, 2022 10:19 AM / Updated: Apr 20 2022, 10:21 AM IST
113
রণবীরের নামের সিঁদুর মুছে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলড আলিয়া, নিন্দার ঝড় উঠল নেটদুনিয়ায়

চার হাত এক হওয়ার পরই আদাজল খেয়ে যে যার কাজে লেগে পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।  মাত্র ৫ দিনের ঝটিকা সফরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রালিয়া জুটি। আপাতত আলিয়ার বিয়ের পরের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। চলতি মাসের ১৪ এপ্রিল, বৃহস্পতিবার  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। 
 

213

দুজনের বয়সের ব্যবধানও অনেক। তবে বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তার প্রমাণ দিলেন রণবীর -আলিয়া। রণবীর ৩৯ এবং আলিয়া ২৯। বয়সে অনেকটাই ছোট আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন রণবীর কাপুর। 

313

গত সোমবারই সদ্য বিবাহিত রণবীর কাপুরকে দেখা গেছে টি-সিরিজের অফিসের বাইরে। সাদা টি-শার্টের উপর চাপানো চেকড শার্ট,কার্গো প্যান্ট, মুখে মাস্ক পরেই পাপারাৎজিদের ক্যামেরায় হাসি মুখে পোজ দিলেন রণবীর কাপুর। মুহূর্তের মধ্যে ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আলিয়াও ব্যস্ত নিজের কাজে। 

413


ঠিক তার পরেরদিন মঙ্গলবার রণবীর ঘরনি আলিয়াকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে। গোলাপি রঙের সালোয়ার কামিজে নববধূকে দেখে মুগ্ধ ভক্তরা। তবে কাপুর ঘরনি এমন সাজপোশাক মোটেই ভাল চোখে দেখেননি সাইবারবাসী। 

513

হাতে স্পষ্ট বিয়ের মেহেন্দি, এর মধ্যেই সিঁথিতে নেই সিঁদুর, হাতে নেই লাল চূড়া। নতুন বউ আলিয়ার এহেন সাজ দেখেই চরম নিন্দার মুখে পড়লেন কাপুর পরিবারের বউমা। কাপুর পরিবারের বহুরানি-র থেকে এটা আশা করেননি ভক্তরা।

613

গোলাপি রঙের সালোয়ার কামিজ, খোলা চুল, নো মেক আপ লুক, হাতে ডিজাইনার ব্যাগ নিয়ে মুম্বইয়ের কালিনা এয়ারপোর্টে নজর কাড়লেন আলিয়া। বিয়ে শেষ হতেই যে যার মতো কাজে ফিরেছেন। তবে নতুন বউয়ের এহেন সাজপোশাক দেখে জোর চর্চা শুরু হয়েছে।
 

713

চোখে মুখে যেন গ্লো ঠিকরে বেরোচ্ছে। বিয়ের খুশিতে অনেক বেশি গ্ল্যামারাস দেখাচ্ছে  রণবীর পত্নীকে। হাতে জ্বলজ্বল করছে রণবীরের দেওয়া আংটি। পাপারাৎজিদের দেখে হাত নেড়েই ভিতরে ঢুকে গেলেন আলিয়া। ভিডিও দুরন্ত গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তারপর থেকেই শুরু হয়েছে ট্রো

813

নতুন বউ হিসেবে আলিয়ার এই সাজ কোনওমতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। সিঁথিতে নেই রণবীরের নামের সিঁদুর, হাতে নেই চূড়া, গাঙ্গু-কে দেখে বোঝাই যাচ্ছে  না যে সে সদ্য বিবাহিতা, তা নিয়ে তির্যক মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ।
 

913


বিয়ের পর প্রথমবার নববধূ আলিয়ার সাজ দেখে একজন নেটিজেন বলেছেন, 'সিঁদুর কোথায়? অন্য একজন নেটিজেন বলেছেন, 'নতুন বউ বলে একদমই মনে হচ্ছে না', কেউ আবার বলেছেন, 'নতুন বউয়ের এ কেমন সাজ? এর চেয়ে ক্যাটরিনা ঢের ভাল ছিল। আবার একজন বলেছেন,'কেমন সাদামাটা লাগছে'। এরকম কুরুচিকর মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। 

1013

তবে আলিয়ার সে সবে কান দেওয়ার মতো অত সময় নেই। পোশাগত জীবনে এটাই সেরা সময় আলিয়া ভাটের।  পরপর দুটি অসফল ছবির পর এবার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'- দিয়ে ধামাকাদার সাফল্য এনেছেন আলিয়া ভাট। ২০২২ সালে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। 
 

1113

খুব শীঘ্রই বলিউডের গন্ডি পেরিয়ে হলিউডে নিজের ছাপ রাখতে চলেছেন মহেশ কন্যা। প্রিয়ঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার আলিয়া ভাট পা রাখতে চলেছেন হলিউডে । 'ওয়ান্ডার ওম্যান' ছবি খ্যাত বিখ্যাত হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটের সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আলিয়াকে। 
 

1213


অন্যদিকে করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির কাজও শুরু হবে শীঘ্রই।  এবং 'পশু' ছবির প্রথম দফার শুটিংয়ে হিমাচল প্রদেশে ব্যস্ত থাকবেন রণবীর কাপুর । জানা গিয়েছে, শুটিংয়ের কাজে গোটা মে মাস স্পেন এবং মুম্বইতে কাটাবেন রণবীর কাপুর। 

1313


তবে কি এত কাজের মাঝে মধুচন্দ্রিমার জন্য সময় বার করতে পারবেন রালিয়া জুটি,তা নিয়ে বেজায় চিন্তিত অনুরাগীরা। তবে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পেতে চলেছে সেপ্টেম্বর মাসের ৯ তারিখ।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos