বিয়ের পর প্রথমবার নববধূ আলিয়ার সাজ দেখে একজন নেটিজেন বলেছেন, 'সিঁদুর কোথায়? অন্য একজন নেটিজেন বলেছেন, 'নতুন বউ বলে একদমই মনে হচ্ছে না', কেউ আবার বলেছেন, 'নতুন বউয়ের এ কেমন সাজ? এর চেয়ে ক্যাটরিনা ঢের ভাল ছিল। আবার একজন বলেছেন,'কেমন সাদামাটা লাগছে'। এরকম কুরুচিকর মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।