লাল টুকটুক সোনালি পাড়ের কাজ করা লেহেঙ্গা পরেছিলেন ঐশ্বর্য ও আরাধ্যা। তাদের সঙ্গে ম্যাচ করেই কাজ করা পঞ্জাবি, মাথায় পাগড়ি পরে দেখা গেছে অভিষেক বচ্চনকে। স্ত্রী ও মেয়ের সঙ্গে অভিষেকের এই ছবিতে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এর আগেও মা ঐশ্বর্যর সঙ্গে ম্যাচিং পোশাকে ধরা দিয়েছে আরাধ্যা ( Anmol Ambani and khrisha Shah Wedding) ।