সেলেব মানেই সর্বদা নেটিজেনদের কড়া সমালোচনার মধ্যে দিন কাটানো। একটা মন্তব্য থেকে শুরু করে ছবি, সিনেমা, লুক ফিগার, কিছুই বাদ পড়ে না সেই তালিকা থেকে। যার ফলে ট্রোল শব্দটা বেজায় একঘেয়ে সেলেব মহলের কাছে।
ঐশ্বর্য রাই বচ্চনের কাছেও বিষয়টা ঠিক একই রকম। একাধিকবার তিনি ট্রোলের মুখে পড়েছিলেন।
210
তবে ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আক্রমণের মধ্যে সব থেকে লজ্জার ছিল, এত বড় সেলেবের একটা ভালো ফোন নেই!
310
এমনই প্রশ্ন তুলেছিল একবার নেট মহল। ঠিক কী ঘটেছিল, সেলেবরা মাঝে মধ্যেই পার্টিতে হাজির হয়ে থাকেন।
410
ঐশ্বর্য রাই বচ্চনও সেই তালিকা থেকে বাদ পড়েন না। একবার করণ জোহার আয়োজিত এক পার্টিতে তিনি উপস্থিত হন, সেদিন সেখানে একগুচ্ছ তারকা ছিলেন।
510
সেই তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন কেটি পেরি। একাধিক ছবি ও সেলফি তার সঙ্গে তুলেছিলেন ঐশ্বর্য।
610
ভক্তদের সঙ্গে সেই ছবি শেয়ারও করে নিয়েছিলেন তিনি। তবে ছবি দেখেই বেজায় চটেছিল ভক্তমহল।
710
কারণ প্রতিটা ছবিই ছিল ঝাপসা। স্পষ্ট ছবি না ওঠায় তা ভালো লাগেনি নেটিজেনদের।
810
তারা তড়িঘড়ি উপদেশ দিতে শুরু করেন ঐশ্বর্যকে। এটা ২০১৯ সাল, এই সময় একটা ভালো ফোন থাকাটা প্রয়োজন।
910
এমন কি একজন বলে বসেন, একটা বেসিক ফোনও এর থেকে ভালো ছবি দিয়ে থাকে।
1010
যদিও ঐশ্বর্য ট্রোলিং নিয়ে বিন্দুমাত্র কর্ণপাত করতে নারাজ। কখনই তিনি এই বিষয় বিন্দুমাত্র গুরুত্ব দেননি। তবুও নেটদুনিয়ার মুখ বন্ধ করা এক কথায় অসম্ভব।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।