প্রেম না সহবাস, কীসের নেশায় পাগল ছিলেন ঐশ্বর্য? নিজের কেরিয়ারের জন্য আজও আফসোস রাই সুন্দরীর

Published : Oct 24, 2022, 01:06 PM IST

বলিউডের মোস্ট গর্জিয়াস লেডি ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে সরগরম পেজ থ্রি-র পাতা। রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। এবং সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছে  বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ। পুরোনো একটি সাক্ষাৎকার নিয়ে ফের লাইমলাইটে উঠে এসেছেন ঐশ্বর্য।

PREV
19
প্রেম না সহবাস, কীসের নেশায় পাগল ছিলেন ঐশ্বর্য? নিজের কেরিয়ারের জন্য আজও আফসোস রাই সুন্দরীর

বচ্চন পরিবারের পূত্রবধু তথা প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে সর্বদাই  তোলপাড় নেটপাড়া। দেখতে দেখতে জুনিয়র বচ্চন অভিষেকের  সঙ্গে ১৪ বছরের দাম্পত্য জীবনও পার করে ফেললেন ঐশ্বর্য। প্রেম থেকে বিবাহ, দাম্পত্য, সবেতেই যেন চর্চায় রয়েছেন রাই সুন্দরী।

29

কেরিয়ারের শুরুতেই প্রেম-সম্পর্কে বি-টাউনে আলোড়ন ফেলেছিলেন অ্যাশ। তবে সম্পর্কে জড়ালেও নিজের দৃষ্টিভঙ্গিতে অনড় ছিলেন ঐশ্বর্য। বি-টাউনে একের পর এক অভিনেতার সঙ্গে  বারবার নাম জড়িয়েছে  ঐশ্বর্যর। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ।  

39

কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই  'হাম দিল দে চুকে সনম' সিনেমায় সলমন খানের সঙ্গে ডেটিং করছিলেন ঐশ্বর্য। বি-টাউনে তখনও সেভাবে জমি পাকাতে পারেন নি ঐশ্বর্য। অন্যদিকে সলমন বেশ প্রতিষ্ঠিত। একসময়ে বি টাউনের চর্চিত কাপলদের মধ্যে অন্যতম সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চন।

49

তাদের প্রেম থেকে ব্রেক আপ সবটাই যেন চর্চিত বিষয়।  সেই গদগদ প্রেম আজ অতীত।  বহুলচর্চিত প্রেমের বিচ্ছেদের পরই বলি অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে নাম জড়ায় ঐশ্বর্য। যদিও সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। সলমনের হুমকিতেই নাকি সেই সম্পর্কেও চিড় ধরেছিল।

59

সুপারহিট ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর টিনাকে আজও সকলের মনে রয়ে গেছে। তবে জানেন কি টিনার চরিত্রে ঐশ্বর্য রাই--কেই প্রথম পছন্দ ছিল পরিচালকের।প রিচালক-প্রযোজক করণ জোহর টিনা চরিত্রটির জন্য ঐশ্বর্য, টুইঙ্কেল খান্নার মতো প্রথমসারির অভিনেত্রীদের কাছে এই অফার দিয়েছিলেন। কিন্ত সবাই তা প্রত্যাখ্যান করেছিল। পরে রানি মুখার্জি রাজি হয়েছিলেন।

69

সালটা ১৯৯৯। ফিল্মফেয়া অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ঐশ্বর্য এই কথাটি বলেছিলেন। তিনি জানিয়েছিলেন,  সেই সময় চরিত্রটি কেন প্রত্যাখান করেছিলেন, যা নিয়ে আজও আফসোস হয়, এই বলতে বলতেই প্রকাশ্যে কেঁদে ফেলেছিলেন ঐশ্বর্য।

79

বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছেন।

89

বলিউডে পা রাখার পর  হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস, মহব্বতে, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে। 'কুছ কুছ হোতা হ্যায়' সুপারহিট ছবি নিয়ে আজও আক্ষেপ সুর রয়েছে ঐশ্বর্যর গলায়।

99

২০১১ সালে আরাধ্যার জন্মের পর থেকে চলচ্চিত্র থেকে দীর্ঘ বিরতি নেন ঐশ্বর্য। গত ১০ বছরে মাত্র  ৪ টি ছবি রয়েছে রাইয়ের ঝুলিতে। তবে ফের কামব্যাক করেছেন ঐশ্বর্য। রুপোলি পর্দায় দেখা যাবে বলিউডের নীল নয়না সুন্দরীকে।

click me!

Recommended Stories