৭৭৬ কোটির সম্পত্তির মালিক কীভাবে হলেন ঐশ্বর্য, কী থেকে সবচেয়ে বেশি আয় করেন


চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে।  ৭৫ তম চলচ্চিত্র উৎসব নিয়েই মেতে ছিলেন সকলে ।  কান-এর রেড কার্পেটে অভিনেত্রীদের সাজসজ্জা দেখার জন্যই বছরভর মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ভক্তরা।  এবারের কান চলচ্চিত্র উৎসবেও ছিল বড় চমক। রেড কার্পেটে  ঐশ্বর্য রাই বচ্চনও সকলকে চমকে দিয়েছেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব থেকে স্বামী অভিষেক ও মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বইতে ফিরেছেন ঐশ্বর্য রাই বচ্চন।  উপার্জনের দিক থেকে অভিষেককেও টেক্কা দেন ঐশ্বর্য। বর্তমানে বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের মধ্যে অন্যতম ঐশ্বর্য। খুব বেশি সিনেমা না করলেও অন্যান্য বহু দিক থেকেই আয় করেন ঐশ্বর্য রাই বচ্চন। ৭৭৬ কোটির সম্পত্তির মালিক কীভাবে হলেন রাই সুন্দরী, জেনে নিন বিশদে।

Riya Das | Published : May 31, 2022 12:03 PM
19
৭৭৬ কোটির সম্পত্তির মালিক কীভাবে হলেন ঐশ্বর্য, কী থেকে সবচেয়ে বেশি আয় করেন

বি-টাউনে প্রথমসারির তারকা দম্পতি জুটি  অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। বিয়ের এত বছর পার হয়ে গেলেও  তাদের সম্পর্ক যেন অটুট। তবে অভিনয়ের দিক থেকে অনেকটাই যেন বেশি এগিয়ে ঐশ্বর্য রাই বচ্চন। যদিও অভিনয়ই শুধু নয়, তাবড় তাবড় অভিনেতাদের থেকেও অনেক বেশি পারিশ্রমিক ঐশ্বর্যর। এমনকী একই ছবিতে অভিনয় করেও অভিষেকের থেকে পারিশ্রমিক অনেক বেশি পেয়েছেন ঐশ্বর্য।

29

বর্তমানে বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের মধ্যে অন্যতম ঐশ্বর্য। খুব বেশি সিনেমা না করলেও অন্যান্য বহু দিক থেকেই আয় করেন ঐশ্বর্য রাই বচ্চন। উপার্জনের দিক থেকে স্বামী অভিষেককেও টেক্কা দেন ঐশ্বর্য রাই বচ্চন।  সমাজকল্যাণমূলক নানা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। 

39

আগের মতো অভিনয় না করেও কীভাবে কোটি কোটি টাকা উপার্জন করেন ঐশ্বর্য। অভিনেত্রী ব্যবসার দিক থেকেও অনেকটাই এগিয়ে। বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থার জন্য তিনি প্রায় ১ কোটি টাকা বিনিয়োগ করেন।

49

এই সংস্থাটি এমন একটি পদ্ধতি চালু করেছে যেখানে পরিবেশগত বিভিন্ন উপাদান পরিমাপ করা হয়। এছাড়াও পুষ্টিকর উপাদান প্রস্তুতকারী এক স্টার্টআপ সংস্থার জন্য ৫ কোটি টাকা  বিনিয়োগ করেছেন ঐশ্বর্য রাই বচ্চন।
 

59

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রেপ একটি বায়ুশক্তি প্রকল্পের জন্যও ঐশ্বর্য কয়েক বছর আগে অনেকটা অর্থদান করেছিলেন। সেই সংস্থার থেকেও নির্দিষ্ট পরিমাণ অর্থও পান ঐশ্বর্য। উপার্জনের তালিকা এখানেই শেষ নয়। সিনেমা পিছু ১০ থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন। তবে বিজ্ঞাপন শ্যুট থেকে প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা পান ঐশ্বর্য রাই বচ্চন। ৭৭৬ কোটির সম্পত্তির মালিক ঐশ্বর্য রাই বচ্চন।
 

69

বিজ্ঞাপন শ্যুট থেকে এবং ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমেই তিনি অনেক বেশি অর্থ উপার্জন করেন। ঐশ্বর্য ও জুনিয়র বচ্চন মিলে দুবাইতে একটি প্রাসাদের মতো ভিলা কিনেছেন তারপরও মুম্বইয়ের  জলসা-তেই পরিবারের সঙ্গে একসঙ্গে থাকেন। এছাড়াও মুম্বইয়ের বান্দ্রার কাছেও ২১ কোটি টাকার আরও একটি আবাসনও কিনেছেন।

79

রাইসুন্দরীর গাড়ির তালিকাও বেশ দীর্ঘ। দামি গাড়ি কেনার শখও রয়েছে রাইসুন্দরীর। এর মধ্যে মার্সিডিজ বেঞ্জ, অডি, লেক্সাসের মতো দামি গাড়িও রয়েছে ঐশ্বর্যর গ্যারেজে। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে এবং সবচেয়ে বেশি আয়কর প্রদানকারীদের মধ্যেও অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন।
.

89


প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে নতুন নতুন সাজ নিয়ে চমক দেন ঐশ্বর্য রাই বচ্চন। প্রাক্তন বিশ্বসুন্দরী রেড কার্পেটের লুক নিয়ে বিস্তর চর্চা চলছে। চোখে-মুখে ফুটে উঠেছে বয়সের ছাপ। নায়িকার রূপের থেকেও ওজন ও লিপ জব নিয়ে মারাত্মক ট্রোলড হয়েছেন রাই সুন্দরী।

 

99

কান-এর রেড কার্পেটে অভিনেত্রীদের সাজসজ্জা দেখার জন্যই বছরভর মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ভক্তরা।  এবারের কান চলচ্চিত্র উৎসবেও ছিল বড় চমক। রেড কার্পেটে  ঐশ্বর্য রাই বচ্চনও সকলকে চমকে দিয়েছেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব থেকে স্বামী অভিষেক ও মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বইতে ফিরেছেন ঐশ্বর্য রাই বচ্চন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos