রাধিকার মতো প্রতিভাবান অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে প্রায় হাতে গোনা। বয়স যতই বাড়ুক, আত্মবিশ্বাস তুঙ্গে অভিনেত্রীর। কোনও কিছুর সঙ্গে আপস করতে রাজি নন। কারণ তিনি নিজের মতোন করে বাঁচতে চান। 'পার্চড' ছবিতে রাধিকাকে পুরো নগ্ন অবস্থায় আদিল হুসেনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখেই বয়কটের ডাক উঠেছিল। হাজারো বিতর্কের ঝড় উঠলেও পিছু হঠেনি রাধিকা আপ্তে।