দীর্ঘদিনের অপেক্ষা যেন শেষ হতে চলেছে। শুরু থেকেই ছবি নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ ছিল না। হবে নাই বা কেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউডের টপ জুটি আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুর (Ranbir Kapoor)। এই প্রথমবার অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবিতে দেখা যাবে বলিউডের হট কাপল জুটিকে।
213
সম্প্রতি মুক্তি পেল রালিয়া জুটির প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra)মোশন পোস্টার। সেই উপলক্ষ্যেই বুধবার ১৫ ডিসেম্বর দিল্লিতে বেশ জাঁকজমক করে মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছিল। (Brahmastra) 'ব্রহ্মাস্ত্র'-র মেগা ইভেন্টে একসঙ্গে নজর কেড়েছেন (Ranbir Kapoor) রণবীর ও আলিয়া (Alia Bhatt) ।
313
'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra) মোশন পোস্টারের খবর ছড়াতেই যেন উত্তেজনার পারদ তুঙ্গে। অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে এই প্রথমবার রিল লাইফে জুটি বাধছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। আর তা নিয়েই উত্তেজনা যেন দ্বিগুণ বাড়ছে।
রণবীর ও আলিয়ার (Alia Bhatt) বিয়ে নিয়ে সরগরম বলি ইন্ডাস্ট্রি। কবে বসতে চলেছে হাইপ্রোফাইল বিয়ের আসর তার দিকেই নজর সকলের। মেগা ইভেন্টেও বিয়ের তারিখ নিয়ে প্রশ্ন করা হলে দুজনকেই লজ্জা পেতে দেখা যায়। তবে রণবীরের (Ranbir Kapoor) উত্তর, 'আজকের জন্য একটি তারিখই যথেষ্ট'।
613
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra)মেগা ইভেন্টে একে অপরের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় রালিয়াকে। শুধু তাই নয়, বরং এই প্রথমবার প্রকাশ্যে এতটা কাছাকাছি দেখা যায় (Ranbir Kapoor) রণবীর-আলিয়াকে (Alia Bhatt) ।
713
তবে কি 'ব্রহ্মাস্ত্র'-ই (Brahmastra) রণবীর আলিয়াকে (Alia Bhatt) এতটা কাছাকাছি এনে দিল। হাতে হাত দিয়ে প্রেমিকার সঙ্গে ভরপুর রোম্যান্স করতে দেখা গেছে রণবীর কাপুরকে। ছবিতেও নাকি একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাবে (Ranbir Kapoor) রণবীর ও আলিয়াকে।
813
লাল পোশাক, কানে ঝোলা বড় দুল, খোলা চুলে লাস্যময়ী আলিয়া ভাটকে (Alia Bhatt) দেখে চোখ সড়াতে পারছিলেন না রণবীর (Ranbir Kapoor)। প্রকাশ্যেই হা করে প্রেমিকাকে দেখছিলেন বলিউডের চকোলেট বয়। অন্যদিকে দিল্লির শীত এড়াতে জিন্স, শার্ট, জ্যাকেট পরে নজর কেড়েছিলেন রণবীর কাপুর।
913
দীর্ঘদিনের অপেক্ষার পর মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra)মোশন পোস্টার। মেগা ইভেন্টের দিন প্রয়াত বাবা ঋষি কাপুরকে (Rishi Kapoor) স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন রণবীর কাপুর। এবং নিজের বাবার স্মরণে তার বিখ্যাত গান 'ওম শান্তি ওম' গুনগুন করেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ।
1013
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বিগ বাজেটের ছবি 'ব্রহ্মাস্ত্র'- র (Brahmastra) মুক্তির তারিখ একাধিকবার পিছিয়ে গিয়েছে। এর প্রধান কারণই হল করোনা। করোনা ভাইরাসের জেরেই ছবি মুক্তির তারিখ বারবার পিছিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ধর্মা প্রোডাকশনের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'।
1113
চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৯ তারিখ ছবিটি মুক্তি পেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। তবে ৯ সেপ্টেম্বর ছবিটির প্রথম অংশটি মুক্তি পাবে। এবং সূত্র বলছে ছবিটি তিনটে ভাগে আসবে। তবে এর পরের ভাগের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে, তা জানা নেই কারোর।
1213
'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবিতে রণবীরের (Ranbir Kapoor) চরিত্রের নাম শিবা। এবং ঈষার চরিত্রে দেখা যাবে আলিয়াকে (Alia Bhatt)। নাগার্জুনার সূত্র ধরেই পর্দায় আসেন মৌনি রায় এবং সৌরভ গুরজার। তারপরই পাঁচজন মুখোমুখি হন বারাণসীতেই। এই নিয়ে চলতে থাকবে ছবির গল্প। আর সেখান থেকে নয়া মোড় নেয় ছবির গল্প।
1313
ফ্যান্টাসি ট্রিলজির এই ছবির দিকেই মুখিয়ে রয়েছে গোটা দর্শককূল। ছবিতে আলিয়া, রণবীর ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। দীর্ঘদিন পর ফের হিন্দি ছবিতে দেখা যাবে দক্ষিণের সুপারস্টার নাগার্জুনকে। ছবিতে প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় দেখা যাবে নাগার্জুনকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।