লাল পোশাক, কানে ঝোলা বড় দুল, খোলা চুলে লাস্যময়ী আলিয়া ভাটকে (Alia Bhatt) দেখে চোখ সড়াতে পারছিলেন না রণবীর (Ranbir Kapoor)। প্রকাশ্যেই হা করে প্রেমিকাকে দেখছিলেন বলিউডের চকোলেট বয়। অন্যদিকে দিল্লির শীত এড়াতে জিন্স, শার্ট, জ্যাকেট পরে নজর কেড়েছিলেন রণবীর কাপুর।