রাজকীয় বিয়ের রেশ তুঙ্গে, ছেলে রণবীরের খুশিতে গাড়িতে নাচতে শুরু করলেন মা নীতু কাপুর

অবশেষে শুরু হয়ে গেল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। পাপারাৎজির চোখ যেন সরছে না রণবীর ও আলিয়ার দিক থেকে। যদিও এটাই স্বাভাবিক ব্যাপার। গত বছর থেকেই তাদের বিয়ের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর ডেট ক্রমশ প্রকাশ্যে এসেছে। কিন্তু কোনও ডেটেই পাকাপাকিভাবে চারহাত এক হয়নি।  বহু প্রতীক্ষার পর এল সেই মাহেন্দ্রক্ষণ। আর মাত্র কয়েকদিন, তারপরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।  ইতিমধ্যেই রণবীরের বাস্তু অ্যাপ্যার্টমেন্টে অতিথিরা আসতে শুরু করেছেন, যার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রণবীর কাপুরের মা নীতু  কাপুর ও দিদি ঋদ্ধিমা সাহানি ও নাতনি সামাইরা পৌঁছে গেছেন ছেলের বিয়ের প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানে।

Riya Das | Published : Apr 13, 2022 9:50 AM IST
110
রাজকীয় বিয়ের রেশ তুঙ্গে,  ছেলে রণবীরের খুশিতে গাড়িতে নাচতে শুরু করলেন মা নীতু কাপুর


বহু প্রতীক্ষার পর এল সেই মাহেন্দ্রক্ষণ। অবশেষে শুরু হয়ে গেল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। ছেলের রণবীরের বিয়েতে এতটাই উচ্ছ্বসিত নীতু কাপুর যে আনন্দে গাড়িতে বসেই নাচতে শুরু করে দিয়েছেন রণবীর কাপুরের মা  নীতু কাপুর। সে ছবিও নিমেষে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 
 

210

হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে দারুণ দেখতে  লাগছিল নীতু। সালোয়ারের সঙ্গে ম্যাচ করে ভারী নেকলেস ও খোলা চুলে  লাস্যময়ী নীতু কাপুর।
মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

310

ইতিমধ্যেই রণবীরের বাস্তু অ্যাপ্যার্টমেন্টে অতিথিরা আসতে শুরু করেছেন, যার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রণবীর কাপুরের মা নীতু  কাপুর ও দিদি ঋদ্ধিমা সাহানি ও নাতনি সামাইরা পৌঁছে গেছেন ছেলের বিয়ের প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানে।

410


ছেলের বিয়ের অনুষ্ঠানে আসার সময়  নীতু কাপুরকে দারুণ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। পাপারাৎজিদেরও নিরাশ করেননি তিনি বরং গাড়ির ভিতরে বসে হাত জোর করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ঋষি ঘরনি। 

510

নীতু কাপুরের গাড়ি বাস্তু-র অ্যাপ্যার্টমেন্ট ঢুকতেই পাপারাৎজিরা তাকে ঘিরে ধরে। কিন্তু হাতের ইশারায় সকলকে পাশ থেকে সরে যেতে বলেন রণবীরের মা। গত কয়েরদিন ধরে রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে তিনি একটা কথাও বলতে রাজি ছিলেন না। বরং এমন ভঙ্গিমা করেছেন যা তাকে ট্রোলড করতেও ছাড়ে নি।

610


রণবীর কাপুরের সঙ্গে বড় হওয়া রিতু নন্দার মেয়ে নাতাশা নন্দাও রণবীরের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন । তবে নাতাশার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল তা অতটা স্পষ্ট দেখা যায়নি। এছাড়া ক্যামেরার দিকেও খুব একটা পাত্তা দেননি নাতাশা নন্দা। 

710

আলিয়া ভাটের সঙ্গে নীতু কাপুরের বন্ডিংয়ের কথা প্রায় সকলেরই জানা। রালিয়ার বিয়ে নিয়ে যখন উত্তাল হচ্ছে বলিপাড়া তখনই বউমার সঙ্গে নিজের বন্ডিং নিয়ে মুখ খুললেন নীতু কাপুর। .যদিও খাতায় কলমে বিয়েটা না হলেও নিজের বউমা হিসেবেই আলিয়াকে দেখেন নীতু । তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সকলেরই জানা। নীতুর আশা, ঋষি কাপুরের মা কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গে তার যেমন গভীর সম্পর্ক ছিল ঠিক ততটাই মজবুত হবে আলিয়ার সঙ্গে তার সম্পর্ক। 

810

আলিয়া ভাটের সঙ্গে নীতু কাপুরের বন্ডিংয়ের কথা প্রায় সকলেরই জানা। রালিয়ার বিয়ে নিয়ে যখন উত্তাল হচ্ছে বলিপাড়া তখনই বউমার সঙ্গে নিজের বন্ডিং নিয়ে মুখ খুললেন নীতু কাপুর। .যদিও খাতায় কলমে বিয়েটা না হলেও নিজের বউমা হিসেবেই আলিয়াকে দেখেন নীতু । তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সকলেরই জানা। নীতুর আশা, ঋষি কাপুরের মা কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গে তার যেমন গভীর সম্পর্ক ছিল ঠিক ততটাই মজবুত হবে আলিয়ার সঙ্গে তার সম্পর্ক। 

910

আলিয়া-রণবীরের বিয়ের জল্পনার মধ্যেই ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, কাপুর খানদানের খানদানি সোনার হার বউমার গলায় পরিয়ে দেবেন নীতু কাপুর। সেই হার একদিন ঋষি কাপুরের মা কৃষ্ণা রাজ কাপুর পরিয়ে দিয়েছিলেন নীতু কাপুরকে। বংশ পরম্পরা মেনে সেই হার এবার উঠবে আলিয়ার গলায়।  শাশুড়ি হিসেবে যে খুবই ভালই হবেন নীতু কাপুর তা বেশ আগে থেকেই টের পাওয়া যাচ্ছে। 

1010

১৩ এপ্রিল থেকে রণবীর ও আলিয়ার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। সূত্র বলছে ১৩ এপ্রিল রণবীরের নামে মেহেন্দি পরবেন আলিয়া ভাট। এবং তারপরের দিন ১৪ এপ্রিল হলদি সেরেমনি অনুষ্ঠিত হবে। রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন। বিয়ের জল্পনা যেন চলেই আসছে। তারিখ পে তারিখ নিয়েও জল্পনার শেষ নেই। সাজগোজ থেকে খাওয়া-দাওয়া সবতেই বিস্তর চর্চা। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos