গোপনেই কি বাগদান সারছেন রণবীর-আলিয়া, যোধপুর যেতেই জল্পনা বাড়ছে বলিপাড়ায়

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছে। কিন্তু আদৌ যে কবে বিয়ের পিঁড়িতে বসবনে তা নিয়েই সকলেই চিন্তিত। কারণ  রণবীর কাপুরের ক্যাসেনোভা ইমেজ সকলেরই জানা। যদিও আলিয়াও কম কিসে। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই। ফের আবারও গোপনে রাজস্থানের যোধপুরে হাজির হয়েছেন এই তারকা জুটি, নেটিজেনরা মনে করছেন গোপনে বাগদান সারতেই কি যোধপুর উড়ে গেছেন এই জুটি, জল্পনা বাড়ছে বলিপাড়ায়।
 

Riya Das | Published : Sep 27, 2021 12:36 PM
110
গোপনেই কি বাগদান সারছেন রণবীর-আলিয়া, যোধপুর যেতেই জল্পনা বাড়ছে বলিপাড়ায়


বলিপাড়ার কাপলদের মধ্য সবথেকে বেশি চর্চিত রণবীর কাপুর  (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) । গত বছর থেকেই তাদের বিয়ের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর ডেট ক্রমশ প্রকাশ্যে এসেছে। কিন্তু কোনও ডেটেই পাকাপাকিভাবে চারহাত এক হয়নি। 

210


দুজনের সম্পর্কের মধ্যেই করোনা বাধা হয়ে না দাঁড়ালেও কাপুর পরিবারের একের পর এক মৃত্যর কারণেই পিছিয়ে গিয়েছে তাদের বিয়ের দিনক্ষণ।

310

 

রণবীর কাপুর নিজেও জানিয়ে দিয়েছিলেন, এত কিছু না ঘটলে এতদিনে হয়তো বিয়েটা সেরে নিতেন রণবীর-আলিয়া। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই। 
 

410

সুত্র বলছে,  ২০২২ সালের শেষেই নাকি গাটছড়া বাঁধবেন আলিয়া-রণবীর। এর মধ্যেই ফের আবারও গোপনে রাজস্থানের যোধপুরে হাজির হয়েছেন এই তারকা জুটি, নেটিজেনরা মনে করছেন গোপনে বাগদান সারতেই কি যোধপুর উড়ে গেছেন এই জুটি, জল্পনা বাড়ছে বলিপাড়ায়।

510


আগামীকাল ৩৮-শে পা দেবেন রণবীর কাপুর। জন্মদিনের আগেই প্রেমিকার সঙ্গে গোপনে উড়ে গিয়েছেন যোদপুরে। তবে লুকোছাপা করে রাখতে পারেননি। 
 

610

যোধপুর বিমানবন্দরের বাইরে পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হয়েছেন এই যুগল। সাদা টি শার্ট,  সবুজ জ্যাকেট , ব্যাগি জিন্স পরে দেখা গিয়েছে আলিয়াকে। অন্যদিকে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে রণবীরকে।
 

710

যোধপুরের বাইরে লাভবার্ডসকে দেখেই বাগদানের জল্পনা  বাড়ছে। নেটিজেনরা মনে করছেন নিজের জন্মদিনের দিনই হয়তো শুভ কাজটি সেরে নেবেন রণবীর ও আলিয়া।

810

যদিও বিয়ের প্রসঙ্গে কিছুদিন আগেই সর্বভারতীয় এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, তিনি খুব শীঘ্রই বিয়ে করবেন না। কারণ তার বয়স মাত্র ২৫। বিয়ে নিয়ে এখনই কোনও তাড়াহুড়ো করছেন না আলিয়া। তা স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী।
 

910

কিছুদিন আগেই রণবীরের আরও কাছে এলেন আলিয়া। সম্প্রতি মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনলেন আলিয়া ভাট। মুম্বইয়ের জুহুর পর ফের ফ্ল্যাট কিনলেন বান্দ্রায়। অভিনেত্রীর নিজস্ব দুটো আলাদা ফ্ল্যাট রয়েছে। একটি জুহুতে, অপরটি লন্ডনের কভেট গার্ডেনে। সূত্রের খবর, ২৪৬০ স্কোয়্যার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেত্রী। এই একই আবাসনে রয়েছে রণবীরের ফ্ল্যাট।

1010

বিয়ের আগের ৩২ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন আলিয়া। ওই অ্যাপার্টমেন্টেরই সাত তলায় রয়েছে রণবীর কাপুরের অ্যাপার্টমেন্ট। ৩২ কোটি মূল্যের আলিশান ফ্ল্যাট সাজানোর পুরো দায়িত্বটাই ইন্টিরিয়র ডিজাইনার প্রযোজর গৌরী খানকে দেওয়া হয়েছে। এবং ২০১৬ সালে গৌরীই রণবীর কাপুরের ফ্ল্যাটের ডিজাইন করেছিলেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos