Alia Bhatt: 'রাত হলেই ইজ্জত বিক্রি করি', কীভাবে যৌনপল্লীর ম্যাডামজি হয়ে উঠলেন 'গাঙ্গুবাঈ' আলিয়া

Published : Feb 04, 2022, 04:58 PM ISTUpdated : Feb 04, 2022, 05:02 PM IST

মুম্বইয়ের কুখ্যাত রেড লাইট এলাকা। এলাকার ম্যাডামজি নামেই পরিচিত গাঙ্গুবাই।  ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন গাঙ্গুবাঈ। গাঙ্গুবাঈয়ের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন  আলিয়া ভাট। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি।  কীভাবে গুজরতের এক গ্রামের মেয়ে হয়ে উঠল কামাঠিপুরার ম্যাডামজি।  

PREV
110
Alia Bhatt: 'রাত হলেই ইজ্জত বিক্রি করি', কীভাবে যৌনপল্লীর ম্যাডামজি হয়ে উঠলেন 'গাঙ্গুবাঈ' আলিয়া

মুম্বইয়ের কুখ্যাত যৌনপল্লী কামাঠিপুরার ম্যাডামজির কীভাবে  হয়ে উঠলেন আলিয়া, তার পুরো জার্নিটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। মাত্র ৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারে নিজেকে উজাড় করে দিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। 

210

 দীর্ঘ প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। অবশেষে প্রতীক্ষার অবসান। বারবার মুক্তির দিন পিছিয়ে যাওয়ার পর অবশেষে প্রকাশ্যে এল পরিচালক সঞ্জয় লীলা বনশালির বহুলচর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' র ট্রেলার (Alia Bhatt) । 

310


চলতি মাসের ২৫ ফ্রেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বহু দিনের প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।  ছবির ট্রেলারেই  নজর কেড়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। সেই সঙ্গে দর্শকদের প্রত্যাশাকেও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আলিয়া ভাট। 

410


ট্রেলারের মধ্য দিয়েই মূল ভাবনাটি দর্শকদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। মুম্বইয়ের কুখ্যাত রেড লাইট এলাকা। এলাকার ম্যাডামজি নামেই পরিচিত গাঙ্গুবাই (Alia Bhatt)। রাজিয়া বাঈয়ের সঙ্গে গাঙ্গুবাঈয়ের দ্বন্দ্ব এবং ক্ষমতার কেন্দ্রে উঠে আসার ঝলক তুলে ধরেছেন গোটা ট্রেলারে। 

510

মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের সমস্ত খবর থাকে  তার নখদর্পনে। গুজরাতের এক গ্রামের মেয়ে কীভাবে হয়ে উঠল মুম্বইয়ের কুখ্যাত যৌনপল্লী কামাঠিপুরার ম্যাডামজি (Alia Bhatt) , তা এবার রূপোলি পর্দায় তুলে ধরলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। 

610

মুম্বইয়ের রেডলাইট এলাকার উন্নয়নেক জন্য রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেয় গাঙ্গুবাই। যৌনপল্লীর পতিতা নারীদের লড়াই, যন্ত্রণা, তাদের সন্তানদের যোগ্য সম্মান দাবিতে সরব হতে দেখা যায় গাঙ্গুবাঈ-কে (Alia Bhatt)।

710

রাজিয়া বাঈকে নিজের জমি ছাড়তে নারাজ গাঙ্গুবাঈ (Alia Bhatt) । কামাঠিপুরের  মাফিয়া কুইনের নাভিশ্বাস ওঠা প্রতিটা মুহূর্তকে যেন পর্দায় জীবন্ত করে তুলেছেন আলিয়া ভাট। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারেই  নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলকে চমকে দিয়েছেন আলিয়া। 

810

এস হুসেন জাইদির লেখা বই 'মাফিয়া কুইনস অফ মুম্বই' অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। ছবিতে মাফিয়া কুইন হিসেবেই দেখা মিলবে আলিয়াকে (Alia Bhatt)। সাধারণ কিশোরীর নির্মম গণিকালয়ের মালকিন হয়ে ওঠার জার্নি ফুটে উঠবে এই ছবিতে। 

910


আলিয়া ভাট (Alia Bhatt) ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন  অজয় দেবগণ। মুম্বইয়ের  আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন করিম লালার চরিত্রে চেনা ঢঙে ধরা দিয়েছেন অজয় দেবগণ।  এবং রাজিয়া বাঈয়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা বিজয় রাজকে।

1010

 ২০২০ সালের শেষের থেকেই ছবি মুক্তি নিয়ে জল্পনা চলছিল। করোনার জেরেই বারবার পিছিয়ে যাচ্ছিল ছবির মুক্তি দিনক্ষণ। আপাতত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে  (Alia Bhatt)আলিয়া-বনশালির প্রথম জুটির পিরিয়ড ড্রামা 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।  আগামী ২৫- শে ফেব্রুয়ারি ভারতের সঙ্গে সঙ্গে ৭২ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।

click me!

Recommended Stories