হৃত্বিকের সঙ্গে একই ফ্লোরে নাচ, রীতিমত গোপনে চর্চা করতেন শাহরুখ-অমিতাভ, কী কথা হল বিগ বি-কিং-এর

হৃত্বিক রোশন বলে কথা। তাঁর দাপটে ঝড় ওঠে পর্দায়। যেখানে হৃত্বিক ফ্লোরে এলে ঝড় ওঠে, সেই একি ফ্লোরে যদি থাকতে হয় শাহরুখ ও অমিতাভ বচ্চনের মত অভিনেতাকে, তবে তাঁদের তো ঘাম ঝড়বেই... 

Jayita Chandra | Published : Dec 15, 2020 2:59 PM
18
হৃত্বিকের সঙ্গে একই ফ্লোরে নাচ, রীতিমত গোপনে চর্চা করতেন শাহরুখ-অমিতাভ, কী কথা হল বিগ বি-কিং-এর

কাভি খুশি কাভি গম ছবি এক কথায় বলতে গেলে বলিউডের এভার গ্রীন ছবি। বক্স অফিসে ঝড় তোলা এই ছবি প্রতিটা ধাপেই যেন সেরার সেরা তকমা পেয়েছে। 

28

ছবির গান থেকে শুরু করে গল্প। বিশাল স্টার কাস্ট নিয়ে এক বড় আয়োজন। সেই ছবি শ্যুটেই রীতিমত নাজেহাল হয়েছিলেন অমিতাভ ও শাহরুখ। 

38

ছবিতে হাজির হৃত্বিক রোশন। একের পর এক স্টানিং লুক থেকে শুরু করে ডান্স পারফর্ম, হৃত্বিক তো একাই একশো। 

48

সেই হৃত্বিকের সঙ্গেই বোলে চুরিয়াতে পা মেলাতে হবে অমিতাভ শাহরুখকে। দুজনেরই মাথায় হাত পরে গিয়েছিল মুহূর্তে। 

58

এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন শাহরুখ খান। অমিতাভ বচ্চন এসে তাঁকে জিজ্ঞেস করে, শাহরুখ রিহারসাল কেন করে না!

68

নিজেই হেসে উত্তর দেন অমিতাভ, আমার প্র্যাক্টিস করেও হবে না। হৃত্বিক তো নেচেই যাচ্ছে। কিন্তু তুমি তো করতেই পার। 

78

শাহরুখও কিছু না লুকেই বলে ফেলেন, আমিও করছি প্র্যাক্টিস লুকিয়ে লুকিয়ে। মুহূর্তে হেসেছিলেন বিগ বি। 

88

এরপর সেটে যা হয়, তা সত্যি বলতে বলিউডের ইতিহাস। এই ফ্যামিলি মেলোড্রামাতেই মুকিয়ে ছিল ভক্তমহল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos