তবে শ্বেতার (Amitabh Bachchan) কথা শুনে নব্যাও সরাসরি বলেন, দিদার তো তোমার উপর কোনও রংই ভাল লাহে না। বলেন , আরে আজ অতটাও ভাল লাগছে না। তার পোশাক নিয়ে এত সমালোচনার পরই জয়াকে উদ্দেশ্যে করে অমিতাভ তিনি আর কথাই বলবেন না। যদিও জয়া (Jawa Bachchan) ছেড়ে দেওয়ার পাত্র নন, সটান উত্তরে বলেন এটা তো ভাল খবর।