বলিপাড়ার স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। তাদের ব্যক্তিগত জীবন জানার জন্যই মুখিয়ে থাকেন ভক্তরা। সেই তালিকায় রয়েছেন অনন্যা পান্ডে। তবে স্টারকিড হওয়ার ফলে তারা যে খানিকটা হলেও নবাগতদের তুলনায় বাড়তি সুবিধা পেয়ে থাকেন তা সকলেরই জানা। কিন্তু আদৌ কি সেটা হয়। বলিউডের অন্দরের আসল ছবিটা কী তা এবার ফাঁস করলেন অনন্যা পান্ডে। বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে নিজের কেরিয়ার শুরুর প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। স্তনের আকার নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েছিলেন অনন্যা, এমনকী অস্ত্রোপচাপ করে স্তনের সাইজ বাড়ানোর কথা বলা হয়েছিল নায়িকাকে, কেরিয়ারের প্রথম দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথায় তুলে ধরলেন অনন্যা পান্ডে।
আর পাঁচজন স্টারকিডদের মতো সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। বিশেষ করে 'গেহরাইয়া'-র ছবির প্রোমোশন থেকেই নেটিজেনদের নজরে রয়েছেন অনন্যা পান্ডে। একের পর এক হট পোশাকে ভক্তদের ঘুম কেড়ে নিয়েছেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে।
211
বলিউডের চর্চিত ছবিগুলোর মধ্যে অন্যতম একটি ছবি হল 'গেহরাইয়া'। শকুন বাত্রা পরিচালিত 'গেহরাইয়া'- ছবিতে রীতিমতো ঝড় তুলেছিলেন অনন্যা পান্ডে। সেই ছবির পর থেকেই তাকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।
311
তবে বলিপাড়ার স্টারকিড হওয়ার সুবাদে উত্তেজনার পারদ সর্বদাই যেন তুঙ্গে থাকে। তাদের ব্যক্তিগত জীবন জানার জন্যই মুখিয়ে থাকেন ভক্তরা। সেই তালিকায় রয়েছেন অনন্যা পান্ডে। আর সেই ফায়দাও পুরোপুরি নেন অনন্যা পান্ডে।
411
তবে স্টারকিড হওয়ার ফলে তারা যে খানিকটা হলেও নবাগতদের তুলনায় বাড়তি সুবিধা পেয়ে থাকেন তা সকলেরই জানা। কিন্তু আদৌ কি সেটা হয়। বলিউডের অন্দরের আসল ছবিটা কী তা এবার ফাঁস করলেন অনন্যা পান্ডে।
511
বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে নিজের কেরিয়ার শুরুর প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। একটা সময় স্তনের আকার নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েছিলেন অনন্যা, এমনকী অস্ত্রোপচাপ করে স্তনের সাইজ বাড়ানোর কথা বলা হয়েছিল নায়িকাকে, কেরিয়ারের প্রথম দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ফাঁস করলেন অনন্যা পান্ডে।
611
অনন্যা পান্ডে জানিয়েছেন, কেরিয়ারের প্রথম দিকে বারবারই তার স্তনের আকার নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। কারণ তার বুকের সাইজ সার্জারি করিয়ে আরও বাড়াতে হবে তেমন কথাও শুনতে হয়েছিল।
711
অনন্যা জানান, কেরিয়ারের শুরুতে অনেক অসম্মানিত হতে হয়েছিল। নিজের শরীর নিয়ে শুনতে হতো অশালীন মন্তব্য। আমার স্তন নাকি চোখে পড়ার মতোন নয়, তা বারবার আমাকে বুঝিয়ে দেওয়া হতো।
811
কেরিয়ারের শুরুতে অনেকেই বলত চেহারাটা একটু ভারী করো, ওজন বাড়াও, বুকের সাইজ পরিবর্তন করো। এমনকী কসমেটিক সার্জারি করিয়ে মুখের সৌন্দর্য আরও বাড়ানোরও পরামর্শ পেয়েছিলেন অনন্যা পান্ডে। আর সেখানেই ছিল চাঙ্কি পান্ডের মেয়ের প্রবল আবত্তি।
911
অনন্যার মতে, স্তন আর নিতম্বের সাইজই কি আমার আসল পরিচয়? এর চেয়ে বেশি কি আমার নেই? কাউকে শরীর দিয়ে তার নিজেকে বিচার করার থেকে আর খারাপ কিছু হতে পারে না। নিজের চেহারা নিয়ে এই নোংরা মন্তব্যও শুনতে হয়েছিল
1011
স্টারকিড বলে কেউ কটাক্ষ করতে ছেড়ে দেয়নি। অতীতেও অভিনয়ে আসার আগে রোগা হওয়ার কারণে তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। বাবা মায়ের সঙ্গে হেঁটে গেলেও শুনতে হতো ফিগারটা পুরো ছেলেদের মতোন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।