স্ত্রী তাহিরা কাশ্যপ এবং ছেলে বিরাজবীর ও মেয়ে বারুষ্কা নিয়েই তাদের সুখের সংসার। স্ত্রী তাহিরার ক্যান্সারের লড়াইয়ে ঠিক কতটা পাশে ছিলেন আয়ুষ্মান, তা প্রায় সকলেরই জানা। দুজনেই লাভ স্টোরি বেশ ইন্টারেস্টিং। বর্তমানে ছবি পরিচালনায় মন দিয়েছেন তাহিরা কাশ্যপ। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তাহিরা কাশ্যপ। তবে জীবন যুদ্ধে লড়াই করে তিনি আজ জয়ী। ক্যান্সারের সঙ্গে লড়াই করে ন্যাড়া হয়েও নিজেকে আয়নায় দেখে সেক্সি মনে হয়েছিল তাহিরার, সেকথাও অকপটে জানান আয়ুষ্মান খুরানার স্ত্রী।