বলিউডের ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি, তিনি আর নেই। এখন যেনন কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না। সকলের মন খারাপ করে না ফেরার দেশে চলে গেলেন বাপি লাহিড়ি। গত ২৯ দিনের লড়াই শেষ হয়েছে মঙ্গলবার রাতে। শেষযাত্রায় বলিউডের ডিস্কো কিং বাপ্পি লাহড়ি। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ (Last Rites Of Bappi Lahiri)। সূত্র থেকে জানা গেছে, মেয়ে রিমা লাহিড়ির কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ি। বাবার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মেয়ে রেমা। ইতিমধ্যেই মুম্বইয়ে পবন হংস শ্মশানে (Pawan Hans crematorium ) নিয়ে যাওয়া হচ্ছে বাপ্পি লাহিড়ির মরদেহ (Bappi Lahiri Passes Away) । ছেলের কাঁধে চেপেই শশ্মানের পথে বলিউডের ডিস্কো কিং। বাবাকে হারিয়ে মরদেহের পিছল ছুটছে মেয়ে রিমা, বাবার শোকে প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছেন মেয়ে রিমা।