অভিনেত্রী কোথায় গেলেন, তা যেমন জানা যায়নি, তেমনই শহরই বা কেন ছাড়লেন তাও জানা যায়নি। আসলে ভক্তদের ধারণা গোটা মুম্বইয়ে এখন রণবীরের বিয়ে নিয়ে যেভাবে মাতামাতি হচ্ছে, তাতে মোটেই মন টিকছে না দীপিকার, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। প্রাক্তন প্রেমিকের বিয়ের দিনকয়েক আগেই মুম্বই ছাড়লেন দীপিকা পাড়ুকোন। তবে কি এখনও পুরোনো প্রেমিককে ভুলতে পারছেন না দীপিকা, অভিনেত্রীর শহর ছাড়ায় এই প্রশ্নই উঠছে ভক্তদের মনে।