Published : Mar 29, 2021, 09:51 AM ISTUpdated : Mar 29, 2021, 10:09 AM IST
একের পর এক ছবি পোস্ট করে লাইমলাইটের শীর্ষে সবর্দাই থাকেন বলিউডের ড্রামাকুইন। বলি অভিনেত্রীদের মতোই বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বির্তকের কেন্দ্রবিন্দুতে থাকেন রাখি সাওয়ান্ত। কখনও বিয়ে, কখন প্রেগনেন্সি আবার কখনও বা কন্ট্রোভার্সি ভিডিও পোস্ট করে নয়া চমক দিচ্ছেন অভিনেত্রী। ফের লাইমলাইটে উঠে এসেছেন নায়িকা।
কখনও বিয়ে, কখন প্রেগনেন্সি আবার কখনও বা কন্ট্রোভার্সি ভিডিও পোস্ট করে নয়া চমক দিচ্ছেন অভিনেত্রী। ফের লাইমলাইটে উঠে এসেছেন নায়িকা।
28
হোলি স্পেশাল একটি অনুষ্ঠানের জন্য নাচ শুরু করেছেন রাখি সাওয়ান্ত। নাচ শুরু করার আগেই হঠাৎ করে ছিঁড়ে গেল রাখির ব্লাউজ।
38
হোলি স্পেশাল একটি অনুষ্ঠানের জন্য নাচ শুরু করেছেন রাখি সাওয়ান্ত। নাচ শুরু করার আগেই হঠাৎ করে ছিঁড়ে গেল রাখির ব্লাউজ।
48
ওয়ারড্রোব ম্যালফাংশনের জন্য লাইমলাইটে রয়েছে বি-টাউনের কন্ট্রোভার্সি কুইন রাখি সাওয়ান্ত।
58
ভিডিওটিতে রাখি বলছেন, এখনও তো একটাও ঝটকা মারিনি, দেখো তাতেই ব্লাউজ ফেটে গিয়েছে, এ কেমন ডোরি বানিয়েছে। আমি কি সেপটিপিন লাগিয়ে নাচ করব। সবাই ভাবে শিল্পীরা ম্যালফাংশনিংয়ের নামে বিতর্ক তৈরি করতে চায়,সব দোষ এসে পড়ে তাদের উপর।
68
রাখি জানিয়েছেন, বাস্তবটা দেখুন। আমি কি নিজেই আমার ব্লাউজ ছিড়ে দেব। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নিজের ক্ষোভ উগরে দিয়েছেন নায়িকা।
78
বাস্তবটা দেখুন। আমি কি নিজেই আমার ব্লাউজ ছিড়ে দেব। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নিজের ক্ষোভ উগরে দিয়েছেন নায়িকা।
88
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না রাখির। কীভাবে বিতর্ক উস্কে দিয়ে লাইম লাইটে থাকতে হয় তাতে সিদ্ধহস্ত রাখি, তা সে মিকা সিংয়ের সঙ্গে চুম্বন বিতর্ক হোক, কিংবা নিজের বিয়ের গসিপ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।