Katrina-Vicky Wedding : বিয়ের সানাই বাজার আগেই বিপত্তি, যোধপুরে যেতেই অভিযোগ দায়ের ভিকি-ক্যাটের নামে

Published : Dec 07, 2021, 08:14 AM ISTUpdated : Dec 07, 2021, 08:19 AM IST

বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই যোধপুর পৌঁছে গিয়েছেন  বলিউডের হবু বর-কনে ভিকি ও ক্যাট। রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে  ৭০০ বছরের পুরোনো রাজস্থানের বারওয়ারা সিক্স সিন্সেস রিসর্টে। আগামী ৬ থেকে ১১ তারিখ পর্যন্ত  বুকিং করা হয়েছে। এবার বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই অভিযোগ দায়ের করা হয়েছে ভিকি-ক্যাটের নামে।

PREV
19
Katrina-Vicky Wedding : বিয়ের সানাই বাজার আগেই বিপত্তি, যোধপুরে যেতেই অভিযোগ দায়ের ভিকি-ক্যাটের নামে

বিয়ের মরশুমে সাজো সাজো রব জয়পুরে। মঙ্গলবার থেকেই  শুরু হবে (Vicky kaushal)  ভিকি-ক্যাটের (Katrina Kaif) প্রাক বিবাহ অনুষ্ঠান।রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে  ৭০০ বছরের পুরোনো রাজস্থানের বারওয়ারা সিক্স সিন্সেস রিসর্টে। 

29

আগামী ৬ থেকে ১১ তারিখ পর্যন্ত  বুকিং করা হয়েছে। সবকিছু ঠিকঠাক চললেও এবার বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই অভিযোগ দায়ের করা হয়েছে (Vicky kaushal)  ভিকি-ক্যাটের (Katrina Kaif) নামে। কিন্তু কী এমন করলেন ভিক্যাট, তা নিয়ে জল্পনা বাড়ছে।

39

ইতিমধ্যেই (Vicky kaushal)  ভিকি-ক্যাটের (Katrina Kaif) বিয়েতে দু-দিন আগেই শিলমোহর দিয়েছে রাজস্থান প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং সুষ্ঠুভাবে যাতে বিয়ের সমস্ত আয়োজন করা হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠকে।

49

সূত্র থেকে জানা গেছে, বিয়ের সানাই বাজার আগে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই অভিযোগ দায়ের করা হয়েছে ভিকি-ক্যাটের (Katrina Kaif) নামে। তবে শুধু ভিকি এবং ক্যাটরিনা নয়, সিক্স সেন্সেস রিসর্টের ম্যানেজার এবং সওয়াই মাধোপুর জেলা কালেক্টরের নামেও মামলা দায়ের করা হয়েছে।

59

রাজস্থাননিবাসী উকিল নেত্রবিন্দু সিং যাদয়া নামের এক ব্যক্তি মামলা দায়ের করে অভিযোগে বলেছেন ভিকি-ক্যাটের বিয়ের জন্য একটি রাস্তা বন্ধ করা হয়েছে। কিন্তু  সেই রাস্তা সোজা চৌথ কা বারওয়ারা নামের এক মন্দির পর্যন্ত যাচ্ছে। যেখানে নিয়মিত ভক্তদের জমায়েত হয়।
 

69

দায়ের করা  অভিযোগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,  (Vicky kaushal)  ভিকি-ক্যাটের  (Katrina Kaif) বিয়ের অনুষ্ঠান নিয়ে তার কোনও আপত্তি নেই। কিন্তু  বিয়ের কারণে যে রাস্তাটি বন্ধ করা হয়েছে তার ফলে মন্দিরে পৌঁছাতে প্রচুর মানুষ অসুবিধার মধ্যে পড়ছে।

79

সূত্র থেকে জানা গেছে, আগামী ৬ দিন এই রাস্তা বন্ধ থাকবে। যার ফলে সাধারণ মানুষের পক্ষে আরও কঠিন হয়ে পড়বে মন্দির যেতে। এবং তাই তিনি দাবি করেছেন ভক্তদের জন্য যেন মন্দিরের রাস্তা খুলে দেওয়া হয়।
 

89

চলতি মাসের আগামী ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রাজস্থানের বারওয়ারাতে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর।  সূত্র থেকে জানা যাচ্ছে, ৭ ডিসেম্বর বসতে  চলেছে সঙ্গীতের আসর, ৮ ডিসেম্বর মেহেন্দি, এবং ৯ ডিসেম্বর ভিকি কৌশলের  ( Vicky kaushal)সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাটরিনা  (Katrina Kaif)।

99

সূত্র থেকে আরও জানা গেছে, বিয়েতে খুব বেশি লোকজনের উপস্থিতি রাখছেন না  ( Vicky kaushal) ভিকি ও ক্যাট  (Katrina Kaif)  । ১২০ জন আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন। বিয়ের আয়োজনে কোনও ত্রুটি রাখছেন না টিম। কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকবে  ভিক্যাটের বিয়ের স্থান। 

 

click me!

Recommended Stories