বিয়ের আগে রবিবার রাতে সপরিবারে হবু শ্বশুরবাড়িতে হাজির হলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) , গভীর রাতে ক্যাটরিনাকে দেখে অনেকের মনেই প্রশ্ন উঠে আইনি বিয়ে কি সেরে ফেললেন ভিকি-ক্যাটরিনা, জল্পনা বাড়ছে বলিপাড়ার অন্দরে। মা, বোন, দাদাকে সঙ্গে নিয়েই ভিকির অ্যাপার্টমেন্টেপ নিচে পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হলেন ক্যাটরিনা কাইফ। শুধু তাই নয়, পাপরাৎজিদের দেখে ক্যামেরায় পোজও দিলেন অভিনেত্রী , হাত নাড়তেও দেখা গেল অভিনেত্রীকে।