Mouni Roy Dance Reality Show : বিয়ের আগে ডবল ধামাকা, ছাদনাতলায় যাওয়ার আগেই বড় সুখবর দিলেন 'সেক্সবম্ব' মৌনি

রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের বলিউডে ধামাকাদার বিয়ের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা। ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাঙালি কন্যা তথা বলি সেক্সিয়েস্ট মৌনি রায়। দুবাইয়ের বিখ্যাত উদ্যোগপতি সূরজ নাম্বিয়ারের সঙ্গেই চারহাত একহাত হতে চলেছে মৌনির। গোয়ায় বিচ ওয়েডিং করবেন বঙ্গতনয়া। তবে এবার বিয়ের আগেই বড় সুখবর দিলেন মৌনি রায়।

Riya Das | Published : Jan 17, 2022 7:55 AM IST
19
Mouni Roy Dance Reality Show : বিয়ের আগে ডবল ধামাকা, ছাদনাতলায় যাওয়ার আগেই বড় সুখবর দিলেন 'সেক্সবম্ব' মৌনি

বলিউডে বিয়ের মরশুম চলছে। বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাঙালি কন্যা তথা বলি সেক্সিয়েস্ট মৌনি রায়। শীঘ্রই ছাদনাতলায় বসছেন মৌনি রায়  (Mouni Roy)।  আগামী ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাঙালি কন্যা তথা বলি সেক্সিয়েস্ট মৌনি রায়। 

29


ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের কাউন্টডাউন। দুবাইয়ের বিখ্যাত উদ্যোগপতি সূরজ নাম্বিয়ারের সঙ্গেই চারহাত একহাত হতে চলেছে মৌনির  (Mouni Roy)।  গোয়ায় বিচ ওয়েডিং করবেন বঙ্গতনয়া। তবে এবার বিয়ের আগেই বড় সুখবর দিলেন মৌনি রায়।

39


দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করছেন মৌনি রায় (Mouni Roy) । ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স সিজন-৫-এর বিচারক হিসেবে কামব্যাক করছেন মৌনি রায়। এবং সেই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনত্রী।

49

টেলি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন বলি অভিনেত্রী মৌনি রায়  (Mouni Roy)। সুতরাং ছোটপর্দায় কামব্যাক করাটা তার নিজের বাড়িত ফেরার মতোই অনুভূতি। তিনি যে নাচে কতটা দক্ষ, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে দেখা যাবে অভিনেত্রীকে।

59

একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী  (Mouni Roy)। ছোটপর্দা দিয়ে কাজ শুরু করলেও বলিউড মাতিয়ে রেখেছেন বাঙালি কন্যা। অক্ষয়, অমিতাভের মতো বড় বড় সুপারস্টারদের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে মৌনি রায়কে।

69

এর আগে  একাধিক রিয়্যালিটি শো-তে মৌনিকে দেখা গেলেও এই প্রথম বিচারকের ভূমিকায় দেখা যাবে মৌনিকে। মৌনি জানিয়েছেন, ' ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স সিজন-৫'- (Mouni Roy)এর বিচারক  হতে পেরে আমি প্রচন্ড আনন্দিত। 

79


কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন মৌনি রায় মানেই শরীরী উষ্ণতা। বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন বঙ্গতনয়া মৌনি।  মৌনি রায় (Mouni Roy) মানেই উষ্ণতার হাতছানি।  যার হট মুভসের আদায় মুগ্ধ সাইবারবাসী।

89


কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন মৌনি রায় মানেই শরীরী উষ্ণতা। বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন বঙ্গতনয়া মৌনি।  মৌনি রায় (Mouni Roy) মানেই উষ্ণতার হাতছানি।  যার হট মুভসের আদায় মুগ্ধ সাইবারবাসী।

99

সমস্ত রীতি নিয়ম মেনেই সাতপাকে বাঁধা পড়বেন মৌনি রায় (Mouni Roy)। নিজের প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট মৌনি । তবে কিছুদিন আগে  সূরজের পরিবারের সঙ্গে ছবি দিয়ে নিজেদের সম্পর্কে শিলমোহর দিয়েছেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos