দম লাগাকে হাইসা, ছবির চিত্রনাট্যের সঙ্গে যেন অদ্ভুত মিল অভিনেত্রী। মেদবহুল ফিগার নিয়ে বরের সঙ্গে মনোমালিন্য। সেই অভিনেত্রীই রূপ বদল করে যে পতী পত্নী অউর ও ছবিতে এমন গ্ল্যামার ছড়াবে তা হয়তো কেউ বুঝতে পারনি। একের পর এক ছবিকে ক্রমেই যেন ভুমি হয়ে উঠছেন পার্ফেক্ট ফেস অব টিনসেল টাউন।
সোশ্যাল মিডিয়ার পাতায় বর্তমানে বেশ সক্রিয় ভূমি পেদনেকর (Bhumi Pednekar)। একের পর এক হট লুকে ছবি শেয়ার (Social Mdeia) করে চলেছেন তিনি। তাঁর এই স্টানিং লুকেই ঝড় ওঠে নেট দুনিয়ার পাতায়। এক কালে সকলকে তাক লাগয়ে ঝড়িয়ে ছিলেন শরীরের বাড়তি মেদ।
29
একের পর এক হট পোশাকে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন বলি অভিনেত্রী ভূমি পেড়নেকর। বলিউডে ডেবিউ করার প্রথম দিন থেকে বি-টাউনের শিরোনামে রয়েছেন ভূমি পেডনেকর। 'দম লগা কে হাইশা','শুভ মঙ্গল সাবধান','টয়লেট এক প্রেম কথা','বালা','সান্ড কি আঁখ', 'পতি পত্নী অউর ওহ' ছবিতে অভিনয় করে সিনেমা প্রেমীদের মন কেড়েছেন ভূমি।
39
শুধু অভিনয়ে নয় ফোটোশ্যুটেও নজর কেড়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে সম্পূর্ণ নগ্ন হয়ে বাথটবে শুয়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এবার বাথটবে শুয়ে নয়, বক্ষবিভাজিকার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছেন ভূমি।
49
মুহূর্তের মধ্যে তার এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নেটিজেনদেরও তোপের মুখে পড়েছে ভূমির এই ফোটোশ্যুট পড়েছে একাধিকবার। পলকে সেই ছবি নেট দুনিয়ায় হয়ে ওঠে ভাইরাল, তবে সমা্লোচনা মধ্যে থাকে প্রশংসার ভাগটাই বেশি।
59
রাতারাতি বাড়িয়েছেন তিনি শরীরের জেল্লা, ফিরিয়েছেন মাধূর্য, সমালোচনাকে পাশ কাটিয়ে প্রমাণ করেছেন, চাইলেই সম্ভব। গ্ল্যামার থেকে ফিগার, দুইয়ের জাদুতেই কাবু দর্শকেরা। অভিনেত্রীর এই গোপন রহস্যের পেছনে রয়েছে তাঁর সিক্রেট ডায়েট।
69
ব্রেকফাস্টঃ সকাল- দিনের শুরুতে একগ্লাস গরম জল, জিমের আগে- দুটো ডিমের সাদা অংশ, পাউরুটি, পেঁপে বা আপেল, জিমের পর- ৫ ডিমের সাদা অংশ
টিফিনঃ বিকেল- পেঁপে বা আপেল বা পেয়ারা, একঘণ্টা পর- গ্রিন টি, সন্ধে সাতটা- স্যালাড, ডিনারঃ ভেজ হলে- ফ্রেশ গ্রিল্ড পনির, সেদ্ধ সব্জি, নন ভেজ- গ্রিল্ড ফিস বা চিকেন
99
এসবের পাশাপাশি পরিমাণ মত জল পান করা, নিত্য শরীরচর্চা করা ও নিয়ম মেনে চলা, রাতে সময় মত ডিনার শেষ করেই ঘুম। শ্যুটিং-এর সময় ছাড়া অন্য সময় ঘড়ির কাঁটা ধরে চলেন বলিউড ডিভা ভুমি পেডনেকর।