শান্ত, ঠাণ্ডা ও সুমিষ্ট ভাষী শর্মিলা ঠাকুরের মুখেই নাকি বাংলা উল্টো রূপ ধরা দেয় পরিবারে! ক্যামেরার সামনে পুরোটাই অভিনয়, বারে বারে এক একটি চরিত্র হয় ওঠা। কিন্তু ক্যামেরার পেছনে থাকা ইতিহাসটা বেশ আলাদা, পরিবারের সকলের মাঝে ঠিক কীভাবে শর্মিলা নিজেকে তুলে ধরেন, এবার সেই সিক্রেট ফাঁর করল সোহা।