'বক্ষযুগল' দেখানো চাই, অন্তর্বাস হোক কিংবা শাড়ির আঁচল সরিয়ে, ফের আগুন জ্বালালেন উরফি

Published : Sep 06, 2021, 10:04 AM IST

বিগ বস মানেই বিতর্ক।  সদ্যই ওটিটি-তে শুরু হয়েছে বিগ বস। বিগ বস সিজন ১৫-র প্রথম বাতিল হয়ে যাওয়া প্রতিযোগী উরফি জাভেদের বিস্ফোরক মন্তব্য নিয়ে কিছুদিন আগেই তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। কয়েকদিন আগে জ্যাকেটের নিচ দিয়ে অন্তর্বাস দেখিয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছিলেন উরফি, এবার আবার শাড়ির আঁচল সরিয়ে সাংঘাতিক ট্রোলের মুখে পড়লেন বিগ বস  প্রতিযোগী । আসলে লাইমলাইটে থাকতেই শরীরী উষ্ণতায় ঝড় তুলছেন উরফি।

PREV
111
'বক্ষযুগল' দেখানো চাই, অন্তর্বাস হোক কিংবা শাড়ির আঁচল সরিয়ে, ফের আগুন জ্বালালেন উরফি


বিগ বস মানেই বিতর্ক।  সদ্যই ওটিটি-তে শুরু হয়েছে বিগ বস। জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস নিয়ে দর্শকদের উত্তেজনা সবসময়েই তুঙ্গে। কী হতে চলেছে আর আগামী দিনে কী হবে তা নিয়ে জোর কানাঘুষো চলছে। 

211

'বিগ বস সিজন ১৫'-র প্রথম বাতিল হয়ে যাওয়া প্রতিযোগী উরফি জাভেদের বিস্ফোরক মন্তব্য নিয়ে কিছুদিন আগেই তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। 

311

কয়েকদিন আগে জ্যাকেটের নিচ দিয়ে অন্তর্বাস দেখিয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছিলেন উরফি, এবার আবার শাড়ির আঁচল সরিয়ে সাংঘাতিক ট্রোলের মুখে পড়লেন বিগ বস  প্রতিযোগী ।

411


 লাইমলাইটে থাকতেই শরীরী উষ্ণতায় ঝড় তুলছেন উরফি। তার এই অদ্ভুত পোশাক দেখে নেটিজেনরা বিস্ফোরক মন্তব্য করছেন।

511

কয়েকদিন আগেই তার জ্যাকেটের নিচ দিয়ে অন্তর্বাস দেখা যাওয়ায় একাধিক নোংরা কটাক্ষের মুখে পড়েছিলেন উরফি। আসলে অন্তর্বাস দেখানোর জন্যই এমন জ্যাকেট পরেছিলেন তিনি।

611

এবারও তেমনটাই করলেন। টানটান মেদহীন চাবুকের মতো ফিগারে যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে। অদ্ভুত ভঙ্গিমায় শাড়ি পরে সকলকে অবাক করে দিয়েছেন উরফি।

711


শাড়ির আঁচল একেবারে মুড়ে বক্ষযুগলের মাঝ বরাবর কাঁধে উঠেছে।  দুপাশ দিয়ে বেরিয়ে রয়েছেন স্তনযুগল। বক্ষ-বিভাজিকার খাঁজ উন্মুক্ত করেই ঝড় তুলেছেন উরফি।

811


ছবি দেখেই নেটিজেনদের একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এভাবে কেউ শাড়ি পরে নাকি, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। 

911


কিছুদিন আগেই উরফি দাবি করেছিলেন, বিগ বস ১৫-র ঘরের মধ্যেই নাকি অন -ক্যামেরায় যৌন সঙ্গম হয়েছে। এবং সেই ভাইরাল ভিডিও  নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল।

1011

ভিডিও দেখে জোর জল্পনা শুরু হলেও নেটিজেনরা একাংশ মনে করছেন বিগ বসের শো-এর টিআরপি বাড়ানোর জন্যই এমনটা বলছেন উরফি। এই নিয়ে নেটিজেনরা নান মতামত প্রকাশ করেছেন।

1111

 


 গত ৮ আগস্ট থেকেই ওটিটিতে শুরু হয়েছে বিগ বস। ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ জোরকদমে চলছে এই শো। ৬ সপ্তাহ ওটিটিতে চলার পর টিভির পর্দায় দেখা যাবে এই শো। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories