লাইমলাইটে থাকতেই শরীরী উষ্ণতায় ঝড় তুলছেন উরফি। তার এই অদ্ভুত পোশাক দেখে নেটিজেনরা বিস্ফোরক মন্তব্য করছেন।
511
কয়েকদিন আগেই তার জ্যাকেটের নিচ দিয়ে অন্তর্বাস দেখা যাওয়ায় একাধিক নোংরা কটাক্ষের মুখে পড়েছিলেন উরফি। আসলে অন্তর্বাস দেখানোর জন্যই এমন জ্যাকেট পরেছিলেন তিনি।
611
এবারও তেমনটাই করলেন। টানটান মেদহীন চাবুকের মতো ফিগারে যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে। অদ্ভুত ভঙ্গিমায় শাড়ি পরে সকলকে অবাক করে দিয়েছেন উরফি।
ছবি দেখেই নেটিজেনদের একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এভাবে কেউ শাড়ি পরে নাকি, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
911
কিছুদিন আগেই উরফি দাবি করেছিলেন, বিগ বস ১৫-র ঘরের মধ্যেই নাকি অন -ক্যামেরায় যৌন সঙ্গম হয়েছে। এবং সেই ভাইরাল ভিডিও নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল।
1011
ভিডিও দেখে জোর জল্পনা শুরু হলেও নেটিজেনরা একাংশ মনে করছেন বিগ বসের শো-এর টিআরপি বাড়ানোর জন্যই এমনটা বলছেন উরফি। এই নিয়ে নেটিজেনরা নান মতামত প্রকাশ করেছেন।
1111
গত ৮ আগস্ট থেকেই ওটিটিতে শুরু হয়েছে বিগ বস। ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ জোরকদমে চলছে এই শো। ৬ সপ্তাহ ওটিটিতে চলার পর টিভির পর্দায় দেখা যাবে এই শো।