বিপাশার (Bipasha Basu) সঙ্গে কী নিয়ে বেশি ঝগড়া হয়, সেই বিষয়েও প্রশ্ন করেন অর্চনা পূরণ সিং। করণ সঙ্গে সঙ্গে উত্তরে জানান, আমি রোজ নতুন নতুন ভুল করি। বিপাশা বলেন, আমি শুধু আমার মতো বলি, আর কিছু করি না। কপিল সঙ্গে সঙ্গে জানান, 'আর কী করবে, ধরে মারবে নাকি'?