তবে অনেকেই মনে করেছেন, করণ জোহরের (Karan Johar) দেওয়া পার্টি থেকে ফিরেই নাকি করোনা পজিটিভ হয়েছেন (Kareena Kapoor) করিনা কাপুর খান ও অমৃতা আরোরা (Amrita Arora)। পরদিনই জানা যায়, সঞ্জয় কাপুর পত্নী মাহিপ কাপুর ও সোহেল খান পত্নী সীমা খানও কোভিড পজিটিভ। এরা দুজনেই করিনা ও অমৃতার ঘনিষ্ঠ বান্ধবী। গত ৮ ডিসেম্বর করণ জোহরের পার্টিতে এরা সকলেই উপস্থিত ছিলেন।