চলতি সপ্তাহেই করিনা-অমৃতারা একসঙ্গে জমিয়ে পার্টি করেছেন। রিয়া কাপুরের বাড়িতে প্রি-ক্রিসমাস পার্টিতেও শামিল হয়েছিলেন করিনা, করিশ্মা, মালাইকারাও। তবে তাদের রিপোর্ট পজিটিভ কিনা এখনও জানা যায়নি। এছাড়াও চলতি সপ্তাহে করণ জোহরের পার্টিতেও যোগ দেন করিনারা।