kareena kapoor : করোনা আক্রান্ত করিনা দিচ্ছেন না সঠিক তথ্য, এবার বাড়ি সিল করল বিএমসি

Published : Dec 14, 2021, 09:34 AM IST

কোভিড আতঙ্কে চারিদিকে এখনও যেন  ত্রাহি ত্রাহি রব। করোনা ভাইরাসে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ। আবার এর মধ্যেই বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে ডেল্টার চেয়ে দ্রুত হারে। যা নিয়ে ফের আতঙ্ক শুরু হয়েছে মানুষের মধ্যে। গত সোমবারই করোনায় আক্রান্ত হয়েছেন করিনা কাপুর খান ও অমৃতা আরোরা। করোনা বিধি ভেঙে সারারাত পার্টি করেছেন করিনা-অমৃতারা। এমনই অভিযোগ এনেছে বৃহন্মুম্বই পুরসভা। এবারের অভিযোগ আরও ভয়ঙ্কর। কোভিড আক্রান্ত করিনা নাকি সঠিক তথ্য দিচ্ছেন না। এবং সেই কারণেই এবার  সইফিনার বাড়ি সিল করে দিল বিএমসি ।

PREV
19
kareena kapoor : করোনা আক্রান্ত করিনা দিচ্ছেন না সঠিক তথ্য, এবার বাড়ি সিল করল বিএমসি

করোনা আতঙ্কের মধ্যেই বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে ডেল্টার চেয়ে দ্রুত হারে। যা নিয়ে ফের আতঙ্ক শুরু হয়েছে মানুষের মধ্যে। ইতিমধ্যেই মহারাষ্ট সরকার করোনা বিধিনিষেধ আরও কড়াকড়ি করেছে।

29

 গত সোমবারই করোনায় আক্রান্ত হয়েছেন করিনা কাপুর খান ও অমৃতা আরোরা। সেই খবর  সকলেরই জানা। করোনা বিধি ভেঙে সারারাত পার্টি করেছেন করিনা-অমৃতারা। এমনই অভিযোগ এনেছে বৃহন্মুম্বই পুরসভা। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

39

তবে এবারের অভিযোগ আরও ভয়ঙ্কর। কোভিড আক্রান্ত করিনা কাপুর  নাকি সঠিক তথ্য দিচ্ছেন না। এবং সেই কারণেই এবার  সইফিনার বাড়ি সিল করে দিল বিএমসি ।

49

বিএমসি-র পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, করিনা কাপুর খান করোনায় আক্রান্ত এবং তিনি এখনও পর্যন্ত কোনও সঠিক তথ্য আমাদের দেননি । তবে ওনার সংস্পর্শে কতজন এসেছে তা জানার চেষ্টা চলাচ্ছে অফিসাররা, এবং এই কারণেই সিল করে দেওয়া হয়েছে সইফিনার বাড়ি।

59

বিএমসি বাড়ি সিল করার পর তড়িঘড়ি নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি দেন করিনা কাপুর খান। নিজের করোনায় আক্রান্ত হওয়াপ খবর জানিয়ে এদিন বলেন যারা যারা তারা সংস্পর্শে এসেছে তারা সকলেই যেন করোনা টেস্ট করিয়ে নেন।

69

করিনা কাপুর আরও জানান, আমার কোভিড রিপোর্ট পজিটিভ। এই খবর  জানামাত্রই আমি নিজেকে আইসোলেট করে নিয়েছি, এবং কোভিডের সবরকম নিয়মবিধি মেনে চলছি। আমি অনুরোধ জানাচ্ছি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে টেস্ট করিয়ে নিন

79

করিনা আরও বলেন,  আমার পরিবার এবং সকল স্টাফেদের  করোনার ডবল ডোজ নেওয়া হয়ে গিয়েছে এবং তাদের কোভিডের কোনও উপসর্গ নেই । আরও বলেন ভগবানের কৃপায় এখনও পর্যনত আমি ভালো আছি, আশা করছি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। 

89

চলতি সপ্তাহেই করিনা-অমৃতারা একসঙ্গে জমিয়ে পার্টি করেছেন। রিয়া কাপুরের বাড়িতে প্রি-ক্রিসমাস পার্টিতেও শামিল হয়েছিলেন করিনা, করিশ্মা, মালাইকারাও। তবে তাদের রিপোর্ট পজিটিভ কিনা এখনও জানা যায়নি। এছাড়াও চলতি সপ্তাহে করণ জোহরের পার্টিতেও যোগ দেন করিনারা।

99

সূত্র থেকে জানা যাচ্ছে করিনা-অমৃতা ছাড়াও আরও দুই বলিউড তারকা করোনা আক্রান্ত হয়েছেন। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,  সোহেল খান পত্নী সীমা খান এবং মাহীপ কাপুরও করোনা ভাইরাসে আক্রান্ত। মাহীপের কোভিড পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন  তার স্বামী সঞ্জয় কাপুর।

click me!

Recommended Stories