প্লাস্টিক সার্জারির কথা বললেই কেবল অভিনেত্রীদের নাম এগিয়ে আসে। তাঁদের লিপ ফিলার্স, হেয়ারলাইন কারেকশন, নোজ জব নিয়েই কেবল মন্তব্য করা হয়। তবে বলিউড হিরোরাও যে প্লাস্টিক সার্জারি, অ্যান্টি এজিং ফিলার্স এবং হেয়ার ট্রান্সপ্লান্ট অভিনেত্রীদের মতই সমান তালে করিয়ে চলেছেন। এমন বেশ কিছু ছবিও রয়েছে নেটদুনিয়ায়। অমিতাভ বচ্চন থেকে সলমন, শাহরুখ, আমির, অক্ষয়, কেউই বাদ যাননি এই তালিকা থেকে। বলি-নায়িকাদের মত তাঁরাও বিদেশ পাড়ি দেন সেরা প্লাস্টিক সার্জানের খোঁজে। তাঁদের ছবি দেখলে যে কেউ চমকে যাবে।