অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পর ইনস্টাগ্রামে সরব হয়েছেন কঙ্গনা । এবং করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই ইনস্টা-তে জানিয়েছেন কঙ্গনা।
410
সম্প্রতি নিজের ধ্যানমগ্ন ছবি পোস্ট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন কঙ্গনা। কঙ্গনা লিখেছেন, 'বেশ কয়েকদিন ধরেই শরীর খারাপ ছিল। দুর্বল বোধ করছিলাম, চোখেও ছিল জ্বালাজ্বালা ভাব। তারপরই কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নিলাম। এবং তারপরেই কোভিড রিপোর্ট পজিটিভ আসে কঙ্গনার'।
510
করোনায় আক্রানত হয়ে কঙ্গনা জানিয়েছন, 'হিমাচল প্রদেশে নিজের পরিবারের কাছে যাওয়ারও পরিকল্পনা করেছিলেন কঙ্গনা রানাউত।করোনা ভাইরাস যে শরীরে বাসা বাঁধে জমিয়ে পার্টি করতে ব্যস্ত তা প্রথম বোঝেননি অভিনেত্রী। পরে বুঝতে পেরেই ফলোয়ার্সদের জানানে, শরীরে আস্তানা গড়া করোনাকে আমি নিজেই খতম করব'।
610
এর পাশাপাশি কঙ্গনা আর জানিয়েছেন, করোনাকে ভয় পাবেন না। উল্টে আপনাকেই ভয় পাবে করোনা। কঙ্গনার মতে, করোনা শুধুমাত্র একটি 'স্মল টাইম ফ্লু'।
710
করোনা পরিস্থিতিতে এর আগেও একাধিকবার বাড়ির বাইরে মাস্ক ছাড়া দেখা গেছে অভিনেত্রীকে। এমনকী মুম্বই বিমানবন্দরেও মাস্কহীন অবস্থাতে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিলেন কঙ্গনা।
810
কঙ্গনার বিরুদ্ধে নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল কয়েকদিন আগেই। যার কারণে কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছিল টুইটার। তার পরেও থামানো যাচ্ছে না কঙ্গনাকে।
910
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একের পর এক কুরুচিকর, বিভ্রান্তিকর তথ্য তুলে ধরছেন কঙ্গনা রানাউত। এবার বাংলায় ধর্মীয় হিংসা ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করা হল কঙ্গনা রানাউতের বিরুদ্ধে।
1010
কোন মামলা করেই যে তাকে থামানো যাবে না। তা স্পষ্ট জানিয়েছে কঙ্গনা। লাগামছাড়া অশ্লীল ভাষায় কুরুচিকর মন্তব্য করতেও দ্বিধাবোধ করেননি কঙ্গনা। বরং তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 'রাক্ষসী' বলেও তোপ দাগলেন কঙ্গনা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।