করোনায় আক্রানত হয়ে কঙ্গনা জানিয়েছন, 'হিমাচল প্রদেশে নিজের পরিবারের কাছে যাওয়ারও পরিকল্পনা করেছিলেন কঙ্গনা রানাউত।করোনা ভাইরাস যে শরীরে বাসা বাঁধে জমিয়ে পার্টি করতে ব্যস্ত তা প্রথম বোঝেননি অভিনেত্রী। পরে বুঝতে পেরেই ফলোয়ার্সদের জানানে, শরীরে আস্তানা গড়া করোনাকে আমি নিজেই খতম করব'।