লো নেকে ঠিকরে বেরোচ্ছে 'Cleavage', কনের সাজে মালাইকা দেখেই বিয়ের জল্পনা উস্কে দিলেন ভক্তরা

Published : Oct 12, 2021, 08:33 AM ISTUpdated : Oct 12, 2021, 08:34 AM IST

ফ্যাশনিস্তা- ফিটনেস ফ্রিক-সুপারহট সমস্ত তকমাই রয়েছে  বলি অভিনেত্রী মালাইকা আরোরার।  ৫০ -এর কোটায় পৌঁছেও সেক্সি চাবুক ফিগারে ঘায়েল সাইবারহবাসী। এবার ল্যাকমে ফ্যাশন উইকে ব়্যাম্পে হেঁটে সকলকে হতবাক করে দিলেন মালাইকা। ডিজাইনার লেবেল অন্নু'স ক্রিয়েশন-এর শো-স্টপার হিসেবে দেখা মিলল সুপারমডেল মালাইকা আরোরার। লাল লেহেঙ্গায় নতুন কনের সাজে মালাইকা দেখে চোখ ফেরাতেই পারছেন না সাইবারবাসী। 

PREV
17
লো নেকে ঠিকরে বেরোচ্ছে 'Cleavage', কনের সাজে মালাইকা দেখেই বিয়ের জল্পনা উস্কে দিলেন ভক্তরা

ল্যাকমে ফ্যাশন উইকে ব়্যাম্পে হেঁটে সকলকে হতবাক করে দিলেন মালাইকা (Malaika Arora)। ডিজাইনার লেবেল অন্নু'স ক্রিয়েশন-এর শো-স্টপার হিসেবে দেখা মিলল সুপারমডেল মালাইকা আরোরার। 

27


লাল লেহেঙ্গা, কপালে বড় টিকলি, গলায় ভারী নেকলেস। একেবারে নতুন কনের সাজে মালাইকা (Malaika Arora) দেখে চোখ ফেরাতেই পারছেন না সাইবারবাসী। 

37

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফ্যাশন শো-এর পোশাকের ভিডিও পোস্ট করেছেন মালাইকা। যেখানে মালাইকাকে ওড়না উঠিয়ে ব়্যাম্পের দিকে তাকাতে দেখা গেছে।

47

লাল ঘন কাজের এমব্রয়ডারি কাজ করা লেহেঙ্গায় মালাইকা যেন  নববধূ। মাল্লার ভক্তরাও অভিনেত্রীর এই লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ঝড়ের গতি ছবি ছড়িয়ে পড়েছে।

57


মালাইকাকে (Malaika Arora) দেখে নেটিজেনরা বিয়ের জল্পনাও উস্কে দিয়েছেন। তবে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা,  বাড়ছে জল্পনা। 

67

 ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে। নো লেকে উপচে পড়ছে নায়িকার ভরা যৌবন।

77

লাইমলাইটে কীভাবে থাকতে হয় তাতে সিদ্ধহস্ত মালাইকা । এমটিভি-র মডেল হান্ট শো সুপার মডেল-এর বিচারকের আসনে দেখা যাচ্ছে মালাইকা আরোরাকে।

click me!

Recommended Stories