অমিতাভ বচ্চনঃ জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের সম্পর্ক বলিউডের রাজকীয় দম্পতির মধ্যে অন্যতম। তবে তাঁদের মাঝে রেখার নাম চিরজীবনের মত রয়ে গিয়েছে। রেখার সঙ্গে অমিতাভের সম্পর্কের বিষয় তাঁরা কিছু স্বীকার না করলেও, তা বহুল চর্চার বিষয়। দীর্ঘদিনের একে অপরের আশেপাশে না এলেও জয়ার সঙ্গে রেখাকে নিয়ে আজও অমিতাভের সম্পর্ক রহস্যময়।