১৪ই এপ্রিল বিকেল তিনটের সময় মিসেস রণবীর কাপুর হয়েছেন বলিউড হার্টথ্রব আলিয়া ভাট। চার হাত এক হওয়ার অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্ব। চাঁদের হাটের মাঝে গাঁটছড়া বাঁধলেন রালিয়া। কারা কারা ছিলেন সেখানে, অবশ্য সে প্রশ্নের উত্তর না দিয়ে বলা ভালো কারা ছিলেন না। একবার সেই সব ছবিতে চোখ রাখুন, গাড়ির কাঁচ ভেদ করে ক্যামেরার লেন্সে ধরা পড়ল কাদের মুখ।
রণবীরের বাস্তু অ্যাপ্যার্টমেন্টে বসেছিল বিয়ের আসর। রাজকীয় এই বিয়েতে বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রায় ২০০ বাউন্সার মোতায়েন করা হয়েছে। এমনকী চারিদিকে ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে বলেও জানা গেছে।
715
কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজের কাজের অতিথিদের নিয়েই অনুষ্ঠিত হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। তবে অতিথিদের জন্য বেশ কিছু প্রোটোকলও রাখা হয়েছে, যা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
815
রণবীর-আলিয়ার অন্দরের ছবি কোনওভাবেই যেন ফাঁস না হয় সেই শর্তও দিয়েছেন তারকা জুটি। এখনও পর্যন্ত তা মেনেই চলেছেন অতিথিরা।
915
দুই পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করলেন বি-টাউনের হট কাপলস। রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন।