রণবীর আলিয়ার জীবনের বিশেষ মুহুর্ত, সাক্ষী রইল চাঁদের হাট

১৪ই এপ্রিল বিকেল তিনটের সময় মিসেস রণবীর কাপুর হয়েছেন বলিউড হার্টথ্রব আলিয়া ভাট। চার হাত এক হওয়ার অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্ব। চাঁদের হাটের মাঝে গাঁটছড়া বাঁধলেন রালিয়া। কারা কারা ছিলেন সেখানে, অবশ্য সে প্রশ্নের উত্তর না দিয়ে বলা ভালো কারা ছিলেন না। একবার সেই সব ছবিতে চোখ রাখুন, গাড়ির কাঁচ ভেদ করে ক্যামেরার লেন্সে ধরা পড়ল কাদের মুখ।

Parna Sengupta | Published : Apr 14, 2022 9:12 PM
115
রণবীর আলিয়ার জীবনের বিশেষ মুহুর্ত, সাক্ষী রইল চাঁদের হাট

আলিয়া ও রণবীরের বহু প্রতীক্ষিত বিয়ে এখন শেষ। বলিউডের এই হিট জুটি এখন বিবাহিত দম্পতি। রণবীরের পালি হিলের বাসভবন, বাস্তুতে চার হাত এক হয়। 

215

আলিয়া ও রণবীরের বহু প্রতীক্ষিত বিয়ে এখন শেষ। বলিউডের এই হিট জুটি এখন বিবাহিত দম্পতি। রণবীরের পালি হিলের বাসভবন, বাস্তুতে চার হাত এক হয়। 

315

ছিলেন করিনা কাপুর খান, সইফ আলি খান, করিশমা কাপুর, করণ জোহর, নভ্যা নাভেলি নন্দা এবং আকাশ আম্বানি সহ আরও ব্যক্তিত্ব। 

415

আমন্ত্রিতদের তালিকা থেকে বিয়ের ভেনু -মেন্যু সবটাই ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাতে গোনা কয়েকজন অতিথি নিয়েই একসঙ্গে পথচলা শুরু করলেন রালিয়া। নীতু কাপুর ও দিদি  ঋদ্ধিমাই রণবীরের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন। 

515

গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে সাতপাকে বাঁধা পড়লেন দুজনে। বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন নববধূ আলিয়া ভাট এবং রণবীর কাপুর পরেছিলেন মণীশ মলহোত্রার ডিজাইনার পোশাক। 

615

রণবীরের বাস্তু অ্যাপ্যার্টমেন্টে বসেছিল বিয়ের আসর।  রাজকীয় এই বিয়েতে বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রায় ২০০ বাউন্সার মোতায়েন করা হয়েছে। এমনকী চারিদিকে ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে বলেও জানা গেছে।

715

কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজের কাজের অতিথিদের নিয়েই অনুষ্ঠিত হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। তবে অতিথিদের জন্য বেশ কিছু প্রোটোকলও রাখা হয়েছে, যা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 

815

রণবীর-আলিয়ার অন্দরের ছবি কোনওভাবেই যেন ফাঁস না হয় সেই শর্তও দিয়েছেন তারকা জুটি। এখনও পর্যন্ত তা মেনেই চলেছেন অতিথিরা।

915

দুই পরিবারের  বড়দের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করলেন বি-টাউনের হট কাপলস। রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন।

1015

গর্জিয়াস আউটফিটে নভ্যার নজরকাড়া উপস্থিতি চোখ ধাঁধিয়েছে। রণবীর-আলিয়ার বিয়েতে আলোতে সাজানো হয়েছে কৃষ্ণ রাজা বাংলো।

1115

নববধূকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন আমজনতা। বাড়ির বাইরে উপচে পড়ছে ভিড়। এর পাশাপাশি অতিথিদের আনাগোনা তো লেগেই রয়েছে।

1215

ছেলের বিয়েতে মোহময়ী লাগছিল মা নীতু কাপুরকে। টেক্কা দিচ্ছিলেন দিদি ঋদ্ধিমাও। সঙ্গে ছিল ঋদ্ধিমার মেয়ে। প্রত্যেকের আউটফিটই ছিল নজরকাড়া

1315

চাঁদের হাটের মাঝে গাঁটছড়া বাঁধলেন রালিয়া। কারা কারা ছিলেন সেখানে, অবশ্য সে প্রশ্নের উত্তর না দিয়ে বলা ভালো কারা ছিলেন না।

1415

চার হাত এক হওয়ার অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্ব। চাঁদের হাটের মাঝে গাঁটছড়া বাঁধলেন রালিয়া। 

1515

আমন্ত্রিতদের মধ্যে নজর কেড়েছে করিনার দুই ছেলে, তইমুর ও জেহ। তাদের খুনসুটি ও দুষ্টু মিষ্টি ছবি মন জয় করেছে নেটিজেনদের। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos