রিয়ার ফোনের কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, সুশান্ত মৃত্যুর পর কার সঙ্গে কথোপকথন

গত দশ দিনে দ্রুত গতিতে এগিয়ে চলেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত। কেকে সিং বিহার পুলিশের কাছে অভিযোগ লিপিবদ্ধ করার পর থেকেই মোড় ঘুরেছে এই কেসের। বর্তমানে মূল সম্ভাবায অভিযুক্তের তালিকাতে নাম লিখিয়েছেন রিয়া চক্রবর্তী। শক্রবার ইডির দফতরে হাজির হয়েছেন তিনি জিজ্ঞাসাবাদের জন্য। এরই মাঝে প্রকাশ্যে এলো রিয়ার ফোনের কল রেকর্ড...

Jayita Chandra | Published : Aug 7, 2020 12:41 PM IST / Updated: Aug 07 2020, 07:23 PM IST

18
রিয়ার ফোনের কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, সুশান্ত মৃত্যুর পর কার সঙ্গে কথোপকথন

সুশান্তের সিং রাজপুতের মৃত্যুর তদন্তে প্রতি মুহূর্তে এক নয়া মোড় নিচ্ছে। গত দশ দিনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে উঠে আসছে। 

28

সুশান্তের মৃত্যুররহস্য ক্রমেই বেড়ে চলেছে, বিহার-মুম্বই পুলিশ বিবাদ, রিয়ার গা ঢাকা দেওয়া, পুলিশকে কোয়ারেন্টাইন করা, সবেই মিলছিল তারই ইঙ্গিত। 

38

সম্প্রতি এক ভিডিও বার্তা প্রকাশ করে সুশান্তের বাবা জানিয়েছিলেন যে তিনি মুম্বই পুলিশের ওপর থেকে আস্থা হারাচ্ছেন। 

48

মুম্বই পুলিশের কাছে ২৫ ফেব্রুয়ারিই অভিযোগ দায়ের করেছিলেন সুশান্তের বাবা। কিন্তু তা গ্রহণ করেনি পুলিশ। তাই তাঁর অনুমাণ এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছে পুলিশের কিছু মাথাও। 

58

এবার রিয়ার ফোনের কল লিস্টে উঠে এলো তেমনই ভয়াবহ তথ্য। সুশান্তের মৃত্যুর পর রিয়ার সঙ্গে একাধিকবার ডিসিপির কথা হয় ফোনে। 

68

বান্দ্রার ডিসিপি অভিষেক ত্রিমুখে বেশ কয়েকবার ফোন করেন রিয়া চক্রবর্তীকে। একবার ম্যাসেজ ও ৫ বার ফোন করেছেন তিনি। 

78

প্রথম ম্যাসেজ করা হয় ২০ জুন, সুশান্তের মৃত্যুর ছয়দিন পর। এরপরের ফোনগুলো করা হয় ২১ জুন, ২২ জুন, ১ জুলাই ১৮ জুলাই। 

88

মাত্র কয়েক সেকেন্ডের জন্য কথা হয় তাঁদের। সেই তথ্যই এবার সামনে উঠে এলো। কেবল তিনি নন, পাশাপাশি কথা হয় মহেশ ভাটের সঙ্গেও।  

Share this Photo Gallery
click me!
Recommended Photos