কপিল শর্মা মানেই পেটে খিল ধরা হাসি। সারাদিনের এই ব্যস্ততার মাঝে স্বস্তির নিঃশ্বাস নিতে অনেকেই মুখিয়ে থাকেন দ্য কপিল শর্মার শো-এর জন্য। এই শো-এর নাম শোনেননি এমন মানুষের সংখ্যা হাতে গোনা। কপিল শর্মার কমেডির জন্যই এই শো এত জনপ্রিয়। তবে এই শো-এর জন্য কতটাকা পারিশ্রমিক পান কপিল। অনেকেই হয়তো ভাবতে পারেন লাখ খানেক টাকা। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। মাত্র ২ দিন কাজ করলেই ১ কোটি। হ্যাঁ এটাই সত্যি। কমেডি শো- থেকে মাসিক কত পারিশ্রমিক পান কপিল, জানলে চমকে যাবেন।