২ দিন কাজ করেই ১ কোটি, কমেডি কিং কপিল শর্মার মাসিক পারিশ্রমিক কত জানেন

কপিল শর্মা মানেই পেটে খিল ধরা হাসি। সারাদিনের এই ব্যস্ততার মাঝে স্বস্তির নিঃশ্বাস নিতে অনেকেই মুখিয়ে থাকেন দ্য কপিল শর্মার শো-এর জন্য। এই শো-এর নাম শোনেননি এমন মানুষের সংখ্যা হাতে গোনা। কপিল শর্মার কমেডির জন্যই এই শো এত জনপ্রিয়। তবে এই শো-এর জন্য কতটাকা পারিশ্রমিক পান কপিল। অনেকেই হয়তো ভাবতে পারেন লাখ খানেক টাকা। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। মাত্র ২ দিন কাজ করলেই ১ কোটি। হ্যাঁ এটাই সত্যি। কমেডি শো- থেকে মাসিক কত পারিশ্রমিক পান কপিল, জানলে চমকে যাবেন।

Riya Das | Published : Nov 21, 2020 5:17 PM
110
২ দিন কাজ করেই ১ কোটি, কমেডি কিং কপিল শর্মার মাসিক পারিশ্রমিক কত জানেন

কপিল শর্মার শো-এ বলিউডের এমন কোনও অভিনেতা-অভিনেত্রী নেই যে তারা আসেননি। এভারগ্রীন রেখা থেকে ঐশ্বর্য, সলমন , শাহরুখ সকলেই এসেছেন এই শো-তে।

210

বলিউডের ছবির প্রোমোশন মানেই কপিল শর্মার শো। জনপ্রিয় এই শো-তে এসেই তাবড় তাবড় অভিনেতারা তাদের ছবির প্রোমোশন করে গেছেন।

310

বড় বড় সেলিব্রিটিদেরও হার মানিয়ে দিয়েছে এই কপিল শর্মা। কমেডির মোড়কে বাস্তবের সত্যিকে দর্শকদের সামনে ফাঁসও করেছে এই কৌতুক অভিনেতা।

410

তারকাদের রিল থেকে রিয়েল সবকিছুই যেন কপিলের হাতের মুঠোয়। হাসতে হাসতে কথার জ্বালে উঠে এসে গোপন সত্য।

510

বেশ কয়েকবছর ধরেই এই শো সঞ্চালনা করছেন কপিল। এবং তার জন্যই এত জনপ্রিয়তা। শনি ও রবিবার করেই এই শো টেলিকাস্ট হয়।

610

সম্প্রতি কপিলের শো-তে এসেছেন কমেডিয়ান ভারতী সিং। এছাড়া কৃষ্ণা অভিষেকও রয়েছেন আগে থেকেই। সম্প্রতি কৃষ্ণা ও ভারতীকে কপিলের স্যালারি নিয়ে মজা করতে দেখা গেছে, তার পর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে।

710


কপিল শর্মা এই  শো থেকে কত রোজগার করেন, দুদিনের জন্য কত টাকাই বা পারিশ্রমিক পান কপিল শর্মা।

810

সূত্রের খবর সপ্তাহে ২ দিন কাজ করেই ১ কোটি পারিশ্রমিক নেন কপিল। চমকে গেলেন তো। কিন্তু এটাই সত্যি। প্রতি এপিসোডে ৫০ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন কপিল।

910

এই শো-থেকেই শুধু ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নেন কপিল। এছাড়া অন্যান্য কাজ তো আছেই। সদ্যই নিজের পারিশ্রমিক ৩০ শতাংশ বাড়িয়েছে অভিনেতা। সূত্রের খবর দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কপিল শর্মা।

1010

কপিলের থেকে অনেকটাই পিছিয়ে আছেন কমেডিয়ান কৃষ্ণা ও ভারতী। প্রতি এপিসোড পিছু ১০-১২ লাখ পারিশ্রমিক পান তারা।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos