হেলেন হলেন বলিউডের অন্যতম আইটেমডান্সার। যাঁর প্রতিটা স্টেপেই থাকত এক বিশেষত্বের ছোঁয়া। সেই স্টারের জীবেই জড়িয়ে একাধিক ওঠা পড়ার কাহিনি।
হেলেন কলকাতায় থাকাকালিন ছেড়েছিলেন তাঁর পড়াশুনা। বাবা মারা যান ছোট বয়সেই। তখন থেকে শুরু জীবন যুদ্ধ। মায়ের মাইনে দিয়ে চলত না সংসার।
তাঁর এক পারিবারিক বন্ধু তাঁকে সাহায্য করেছিলেন এই নাচের জগতে পার রাখার জন্যে।
প্রথমেই আইটেম ডান্স নয়, কোরাসে নাচের সুযোগ পেয়েছিলেন হেলেন। সেখানেই নজর কেড়েছিল তাঁর নাটের উপস্থাপনা।
১৯ বছর বয়সেই সকলের নজরের কেন্দ্রে এসেছিলেন হেলেন। প্রথম সুযোগ পেয়েছিলেন হাওড়া ব্রিজ ছবিতে আইটেম ডান্স করার।
তিনি ছিলেন ৫০ ও ৬০-এর দশকের প্রথম আইটেম ডান্সার, যিনি ঝড় তুলেছিলেন বলিউডের পর্দায়। ধীরে ধীরে পোস্টারেও করে নিয়েছলেন জায়গা।
পরবর্তীতে হেলেন মুম্বইতে এসে ধীরে ধীরে নিজের পসার জমান। যেখানে মেরা নাম চিন চিন চু গানটিই ফিরিয়েছিল তাঁর ভাগ্য।
রাস্তায় বেড়লে তখন হেলেনকে বোরখা পড়তে হত। কারণ ছবিতে তাঁর সাহসী পোশাক ও নাচের জন্য নানা মন্তব্যের শিকার হতে পথ পথে ঘাটে। তাই এই পথ বেছে ছিলেন তিনি।
সেলিমকে বিয়ে করার পর তাঁকে সহজে কেউ মেনে নেয়নি। যদিও পরবর্তীতে সলমন খান ধীরে ধীরে তাঁকে মায়ের জায়গা দিয়েছিল। যা প্রাথমিকভাবে কষ্ট দিত তাঁকে।
Jayita Chandra