ঘুম থেকে উঠেই বিছানা ছাড়ার আগে এই কাজটি করেন দীপিকা, ফাঁস 'Living Secret'

বলিউডে ড্রিম গার্ল দীপিকা পাড়ুকোনের ফিগার থেকে শরীরী সৌন্দর্যে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। সদ্যই ৩৫-এ পা দিলেন দীপ্পি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। সম্প্রতি কয়েকদিন আগে সামাজিক মাধ্যম থেকে সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা। যা দেখে ভক্তরা অবাক হলেও তারপরে নতুন করে ইনস্টাগ্রামে আবারও পোস্ট করা শুরু করেন দীপিকা। সম্প্রতি 'আস্ক মি সেশন' নামে একটি ক্যাম্পেন করেছিলেন দীপিকা, যেখানে ভক্তদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন দীপিকা।

Riya Das | Published : Jan 20, 2021 8:26 AM IST / Updated: Jun 22 2021, 08:12 AM IST
110
ঘুম থেকে উঠেই বিছানা ছাড়ার আগে এই কাজটি করেন দীপিকা, ফাঁস  'Living Secret'

বলি ডিভা দীপিকা পাড়ুকোন সর্বদাই নেটিজেনদের নজরে রয়েছেন।  সম্প্রতি 'আস্ক মি সেশন' নামে একটি ক্যাম্পেন করেছিলেন দীপিকা, যেখানে ভক্তদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন দীপিকা।

210

এই শো-তে দীপিকাকে একজন প্রশ্ন করেছিলেন, আপনার পছন্দের খাবার কি? যেটা সে নিজের জন্য রান্না করতে পছন্দ করেন ? অভিনেত্রী উত্তরে জানিয়েছিলেন,যে নিজের জন্য একমাত্র কুকিজ রান্না করতে তিনি বেশি পছন্দ করেন।

310

দিপ্পি আরও জানিয়েছেন, রান্নার চেয়েও বেকিং তার সবচেয়ে বেশি প্রিয়। কুকিজ বানাতেই তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন।
 

410

অন্য এক ভক্ত প্রশ্ন করেছিলেন, যদি সে সকালে ঘুম থেকে ওঠে, তাহলে সবার প্রথমে কী করেন দীপিকা?

510

দীপিকা প্রশ্নের জবাবে জানিয়েছেন, ঘুম থেকে উঠে নিজের অ্যালার্মটি তিনি সবার প্রথমে সরিয়ে রাখেন।

610

কয়েকদিন আগেও নিজের প্রিয় খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দীপিকা পাড়ুকোন।

710

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর  কয়েকদিন পরেই ড্রাগ মামলায় নাম জড়িয়েছিল দীপিকা পাড়ুকোনের।

810

ড্রাগ মামলায় জড়িয়ে এনসিবি-র জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। এমনকী তার ফোনও সিস করা হয়েছিল। একাধিক প্রশ্নের মুখেও পড়েছিলেন অভিনেত্রী।

910

ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে, কবীর খান পরিচালিত '৮৩'-তে দীপিকা ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।

 

1010

 বিয়ের ২ বছর পার হলেও তার রোম্যান্স যে আর গাঢ় হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। রিল হোক বা রিয়েল সবেতেই উষ্ণ এই জুটির রসায়ন।

Share this Photo Gallery
click me!

Latest Videos