দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) বলেন শাহরুখের থেকে পাওয়া সেরা উপদেশটি আজও মেনে চলি। শাহরুখ (Shah Rukh Khan) বলেছিল, এমন মানুষের সঙ্গে কাজ করবে যার সঙ্গে কাজ করে তুমি আনন্দ পাবে, খুশি থাকবে। কারণ তুমি কোনও একটা ছবির শুটিং করছ, তখন তুমি কিন্তু স্মৃতি তৈরি করছো, এবং মুহূর্তগুলো তৈরি করছ। সেই কথা আজও ভুলিনি।