বান্ধবী অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে মোহিত (Mohit Raina)। স্ত্রী অদিতির (Aditi)সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে মোহিত ক্যাপশনে লিখেছেন, 'ভালবাসা কোনও বাধা মানে না। অনেক বড় বড় বাধা পেরিয়ে যায় এমনকী নিজের লক্ষে পৌঁছানোর জন্য যে কোনও দেওয়ালও টপকে যায়। বাবা-মা গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালবাসা ও শুভেচ্ছা নিয়েই নতুন জীবন শুরু করলাম আমরা'।