নিশানায় শাহরুখ খান, এক দশক আগেও বলিউডের বাদশাকে সমস্যায় ফেলেছিলেন সমীর ওয়াংখেড়ে

গত ২ অক্টোবর থেকেই এনসিবি হেফাজতে রয়েছেন আরিয়ান খান। বৃহস্পতিবার তাকে কোর্টে পেশ করা হলে  মাদককান্ডে শাহরুখ পুত্র আরিয়ানের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর হয়েছে। জামিনের আবেদন খারিজ হয়েছে বেশ কয়েকবার। জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে এই অপারেশন চালায় এনসিবি। আর তাতেই বর্তমানে আর্থার জেলে দিন কাটছে শাহরুখ পুত্রের। তবে আরিয়ান একা নন, অতীতে এই সমীরের জন্যই সমস্যায় পড়েছিলেন শাহরুখ নিজেই।  

Riya Das | Published : Oct 12, 2021 9:56 AM
110
নিশানায় শাহরুখ খান, এক দশক আগেও বলিউডের বাদশাকে সমস্যায় ফেলেছিলেন সমীর ওয়াংখেড়ে

মাদককান্ডে এনসিবি-হাতে ধরা পড়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান।  মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টিতেই মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন আরিয়ান নিজেই। 
 

210

মাদককান্ডে এনসিবি-হাতে ধরা পড়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান।  মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টিতেই মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন আরিয়ান নিজেই। 
 

310

জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে এই অপারেশন চালায় এনসিবি। আর তাতেই  বর্তমানে আর্থার জেলে দিন কাটছে শাহরুখ পুত্রের। তবে আরিয়ান একা নন, অতীতে এই সমীরের জন্যই সমস্যায় পড়েছিলেন শাহরুখ নিজেই।  

410


ঘটনাটা প্রায় এক দশক আগের কথা। বিদেশে সপরিবারে ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন শাহরুখ খান কিন্তু বিমানবন্দরে পা রাখতেই ঘটল বিপত্তি। কিং খানকে আটকে দেয়  শুল্ক বিভাগের আধিকারিকরা।

510

সমীর ওয়াংখেড়ে তখন এনসিবি কর্তা নন, তিনি ছিলেন শুল্ক বিভাগের ডেপুটি কালেক্টর। বিমানবন্দরে দীর্ঘ সময় আটক করা হয় শাহরুখকে। তারপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ।
 

610

সূত্র থেকে জানা যায়, বিদেশ  থেকে অতিরিক্ত কেনাকাটা করে ফেলেছিলেন শাহরুখ ও তার পরিবার। প্রায় ২০ টি ব্যাগ এনেছিলেন তারা। যার ফলেই এয়ারপোর্টে অভিনেতাকে আটকে দেয় শুল্ক আধিকারিকরা।
 

710

তবে বলিউডের এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও পার পাননি শাহরুখ খান। বরং দেড় লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল বলিউডের বাদশাকে।  

810

গোটা দেশের নজর এখন শাহরুখ পুত্র আরিয়ানের মাদক মামলাকে ঘিরে। মাদককান্ডে শাহরুখ পুত্র আরিয়ানের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর হয়েছে। জামিনের আবেদন খারিজ হয়েছে বেশ কয়েকবার। 

910

এনসিবি জানায়, শাহরুখ পুত্রের কাছ থেকে তল্লাশিতে কোনও মাদক মেলেনি। তবে ঘনিষ্ঠ বন্ধু আরবাজের মার্চেন্টওয়ালার কাছে ৬ গ্রাম চরস মিলেছে। এনসিবি-র পক্ষ থেকে দফায় দফায় জেরা করা হচ্ছে আরিয়ান, আরবাজ ও মুনমুনকে।

1010

বর্তমানে বিলাসবহুল বাড়ি-গাড়ি ছেড়ে এনসিবি হাজতে রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটছে আরিয়ানের। আর পাঁচজনের মতো জুটছে মেসের তৈরি সাধারণ খাবার, বরাদ্দ নেই বিশেষ আয়োজনের। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos