আশি ও নব্বইয়ের দশকে হিন্দি ছবির গুরুত্বপূর্ণ একটি ট্রেন্ড ছিল বৃষ্টিস্নাত নাচ। সেই নাচের তালিকায় বলিউডের টপমোস্টরা সকলেই গা ভাঁসিয়েছেন। বলিউডের চাঁদনি থেকে, কাজল, রানি মুখার্জি, করিশ্মা কাপুর, রবিনা টন্ডন সকলেই সেই ট্রেন্ডে বাজিমাত করেছেন। সেখানেও অনেকটা পিছিয়ে ছিলেন বলি সুন্দরী জুহি।