সলমন খান ও ক্যাটরিনা কইফের মধ্যে থাকা সম্পর্কের কথা স্পষ্ট না হলেও তা দর্শকেরা ভালোই অনুমান করতে পারেন। সামনে কিছুই বলেন না সলমন খান, কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে ছাড়েন না যে ক্যাটরিনার ওপরও তাঁর একছত্র অধিকার।