Jacqueline-Sukesh : ৭ কোটির গয়না জ্যাকলিনকে, মা-বাবাকে কোটি টাকার গাড়ি, জেরায় কবুল সুকেশের

Published : Dec 15, 2021, 05:00 PM IST

বলিউডের প্রথমসারির অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে  নিয়ে সরগরম বলিপাড়া।  ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। ইতিমধ্যেই ৪ বার ইডির জেরার মুখে পড়েছেন অভিনেত্রী। সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ।  জ্যাকলিনের মন জিততেই  কোটি কোটি টাকার উপহার দিতেন সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। এবার ইডি-র জেরায় সমস্ত কিছু স্বীকার করলেন সুকেশ, যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

PREV
112
Jacqueline-Sukesh : ৭ কোটির গয়না জ্যাকলিনকে, মা-বাবাকে কোটি টাকার গাড়ি, জেরায় কবুল সুকেশের

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায়  প্রতারক সুকেশ চন্দ্রশেখরকে জেরা করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই সেই মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের  (Jacqueline Fernandez)।

212

বড়সড় বিপাকে পড়েছেন বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।  ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় একাধিকবার ইডির মুখোমুখি হয়েছেন  জ্যাকলিন ফার্নান্ডেজ  (Jacqueline Fernandez)।  সময় যত গড়াচ্ছে ততই যেন এই মামলা অন্য মোড় নিচ্ছে। 

312

দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার পর প্রায় একটানা ১০ ঘন্টা ধরে জেরার মুখে পড়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। একটানা এত ঘন্টা জেরার পরই মিলেছে একাধিক তথ্য, যা নিয়ে জল্পনা তুঙ্গে ।

412

সুকেশের আইনজীবী আগেই  জানিয়েছে, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ।  জ্যাকলিনের মন জিততেই  কোটি কোটি টাকার উপহার দিতেন সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে  (Jacqueline Fernandez)।

512


 এবার ইডি-র জেরায় সমস্ত কিছু স্বীকার করেছেন সুকেশ চন্দ্রশেখর  (Sukesh Chandrasekhar) যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ইডি-র জেরায় সুকেশ জানিয়েছে, তিনি জ্যাকলিনকে ৭ কোটির গয়না দিয়েছেন । এছাড়াও বিএমডব্লুউ এক্সফাইভ দিয়েছেন  (Jacqueline Fernandez)। 

 

612

এখানেই শেষ নয়, জ্যাকলিনের মা-কে একটি পোরশে এবং বাবাকেও একটি গাড়ি উপহার দিয়েছেন। এছাড়াও জ্যাকলিনের বোনকেও ১.১৩ কোটি টাকা ধার দিয়েছেন  (Jacqueline Fernandez)।
 

712

 সম্প্রতি ইডি-র পক্ষ থেকে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায়  ৭০০০ পাতার চার্জশিট ফাইল করা হয়েছে সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা মারিয়া পলের বিরুদ্ধে।  সূত্র থেকে জানা গেছে, চার্জশিটে সুকেশ  চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন ।

812

শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ (Sukesh chandrashekhar)। তদন্তে নেমে ইডি জানতে পারে একাধিক দামি উপহারে জ্যাকলিনকে ভরিয়ে দিয়েছে সুকেশ।  উপহারের তালিকায় ছিল ব্র্যান্ডেড গাড়ি, ডিজাইনার ব্র্যান্ড গুচ্চি আর শ্যানেল-এর দুটো ব্যাগ,গুচ্চির জিমওয়্যার, হীরের দুল, তিনটে ব্রেসলেট সহ আরও অনেক কিছু।

912


দাখিল করা চার্জশিটে ইডি-জানিয়েছে,সুকেশ (Sukesh chandrashekhar) তাকে একটি মিনি কুপার গাড়ি উপহার দিয়েছিল তবে তা ফিরিয়ে দেন জ্যাকলিন (Jacqueline Fernandez)। এবং জ্যাকলিনের মেকআপ আর্টিস্ট শান মুত্তাতিলের মাধ্যমেই অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয় সুকেশের।

1012

দীর্ঘদিন ধরেই (Jacqueline Fernandez) জ্যাকলিন ও সুকেশের (Sukesh chandrashekhar ) প্রেমের চর্চা বলিউডের অন্দরে চলছে।  দিন কয়েক আগেও একটি নিজস্বী ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল জ্যাকলিনের (Jacqueline Fernandez) গালে চুমু খাচ্ছেন এক ব্যক্তি। হাসি মুখে জ্যাকলিনকে স্পষ্ট দেখা গেলেও সেই ব্যক্তির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। 
 

1112

 কয়েকদিন যেতে না যেতেই আরও একটি নিজস্বী ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেখানে বাথরুমের ভিতর আয়নার সামনে দাঁড়িয়ে সুকেশকে (Sukesh chandrashekhar) গলা জড়িয়ে ধরে চুমু খেতে দেখা গেছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। ছবিটি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। তবে এবারের ছবিতে জ্যাকলিনের (Jacqueline Fernandez) পাশে সুকেশের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। এই ছবি প্রকাশ্যে আসতেই ফের শিরোনামে উঠে এসেছেন জ্যাকলিন ও সুকেশ।

1212

তবে জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী  প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন (Jacqueline Fernandez) দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।

click me!

Recommended Stories