বলিউডিয়ের প্রথম সারির অভিনেতাদের মধ্যে বরাবরই নাম থেকেছে মিঠুন চক্রবর্তীর। নিজের সেনার অভিনয়ের জন্য তিনি একাধিক জাতীয় পুরষ্কারও জিতেছেন।৯০-এর দশকে তার অ্যাকশন ছবির খ্যাতি ছিল দেশজোড়া। কিন্তু অভিনয় জগতে পা রাখার আগে তার নাম ছিল অন্য। মিঠুনের আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। লোকে তাকে ভালোবেসে করে মিঠুনদা নামেও ডাকে।